Top

নোবিপ্রবিতে প্রথমবারের মতো রি-ইউনিয়ন অনুষ্ঠিত

০৪ মার্চ, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
নোবিপ্রবিতে প্রথমবারের মতো রি-ইউনিয়ন অনুষ্ঠিত
নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ১ম থেকে ৮ম ব্যাচের শিক্ষার্থীদের প্রথমবারের মত রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভাই ব্রাদার্স রি-ইউনিয়ন (২০২৩) সম্পন্ন হয়। প্রাক্তন শিক্ষার্থী, যুক্তরাষ্ট্রের লিন সিটি হলের উপদেষ্টা ও বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক তানভীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. দিদার- উল- আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজনকে স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কাজ বৃদ্ধি পাবে। অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হলে বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাঁরা থাকতে পারবেন। এতে শিক্ষার্থীদের উপযোগী যেকোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। প্রাক্তন শিক্ষার্থী তানভীর মুরাদ মহামারী পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের ল্যাবে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট দিয়েছেন যা সত্যিই প্রশংসনীয় এবং সসম্প্রতি একটি স্কলারশিপ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। একজন প্রাক্তন ছাত্রের মতোই সে তাঁর শিকড়ের উন্নয়নে কাজ করছে। তানভীর মুরাদের মতো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে এগিয়ে আসবে বলে আমি আশা করি।’

উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী তার বক্তব্যে জানান, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে-উন্নয়নে যাতে প্রাক্তন শিক্ষার্থীরা পাশে থাকে। এলামনাইদের সাহায্য সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এসময় প্রাক্তন শিক্ষার্থী সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব নুরুল আবছার কাজল, জার্মানি প্রবাসী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাজেদ
ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তায়েফ।

নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএসের পরিচালক ড. আনিসুজ্জামান রিমনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে এই ১০১ একরের বিভিন্ন প্রান্তর প্রাণবন্ত করে রাখতেন তারা। দীর্ঘদিন পর সবার চোখে মুখে যেনো এক উৎসবের আমেজ। দিনব্যাপী বিশ্ববিদ্যালয় জীবনের নানান স্মৃতিকে ভাগাভাগি করেছেন তারা। শিক্ষক, বন্ধু, সিনিয়র, জুনিয়র সবার সাথে কাটানো পুরোনো সেই দিনের গল্প ও স্মৃতি ভাগাভাগি করছেন হাসাহাসি ও দুষ্টুমিতে মেতে উঠে।

শেয়ার