Top

ঐতিহাসিক ছড়া থেকে ভালোবাসার গান

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
ঐতিহাসিক ছড়া থেকে ভালোবাসার গান
বিনোদন ডেস্ক :

‘আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া….’ শৈশবে এই ছড়াটি আবৃত্তি করেননি বাংলা মুলুকে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শিশুদের জীবনের প্রথম কবিতা হিসেবও এর জনপ্রিয়তা আকাশচুম্বি বলা যায়। সেই কবিতা এবার গান হয়ে এলো।

তুমুল জনপ্রিয় এই ঐতিহাসিক ছড়াটির রেশ ধরে বিশেষ গানটি গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী শামস তামান্না। গানটির নাম ‘সূর্যকন্যা’।

ছড়াটি থেকে দুটি লাইন নিয়ে গানের বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই।

আর গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল। যা ভালোবাসা দিবসকে লক্ষ্য করে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারি।

গানটি প্রসঙ্গে শামস তামান্না বলেন, ‘গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার।’

শামস তামান্নার এটি তৃতীয় গান। এর আগে তিনি প্রশংসিত হন ‘জালালী কইতর’ ও ‘মাতাল হাওয়া’ নামের গান দুটি দিয়ে।

শেয়ার