Top

ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

১১ মার্চ, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ
ইবির বাংলা বিভাগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগটি প্রতিষ্ঠার ৩৩ বছর পর এবার প্রথমবারের মতো পুনর্মিলনীর আয়োজন করা হয়। বিভাগের ৩৩টি ব্যাচ অনুষ্ঠানে অংশ নেন।

দিনটি উপলক্ষে শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার আহবায়ক ছিলেন অধ্যাপক ড. সাইফুজ জামান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ। সভা সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এদিকে পুনর্মিলনীকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসাথে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করা হয়। স্টলগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্য হরেক রকমের পিঠা বিক্রয় করা হয়। পিঠার মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকনা পিঠা, সামুছা, জর্দা, শাহী টুকরা, নারকেল পিঠা, বিস্কিট পিঠা এবং পায়েস।

শেয়ার