ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় শিফট এর পাঁচটি (২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০) ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
শুক্রবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সকাল ৯:৩০ মিনিটের সময় বিশাল এক র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোদন ঘোষণা করা হয়। এরপর বিকাল ৩:০০ ঘটিকায় ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম পাটোয়ারী, রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার শাহ আলম চৌধুরী এবং অনুষ্ঠানের স্পন্সর এবিসি কেমিক্যাল কোম্পানির চেয়ারম্যান।
উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, তোমরা সবসময় এ বিশ্ববিদ্যালয়ের সম্মান বজায় রাখবে এবং তোমাদের কর্মজীবনে ভালো করবে। সবসময় সদাচরণ করবে, দেশের উন্নয়নে সবসময়ই অবদান রাখবে।
পরে সন্ধ্যা ছয় ঘটিকায় অনুষ্ঠানের ২য় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানেরর সমাপ্তি ঘোষণা করা হয়।