Top

তিতুমীরে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু আগামীকাল, থাকছে যেসব ইভেন্টে

১১ মার্চ, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
তিতুমীরে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু আগামীকাল, থাকছে যেসব ইভেন্টে
তিতুমীর কলেজ প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩’ শুরু হবে আগামীকাল ১২ মার্চ (রোববার)। এই উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ১৭টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৭ মার্চ) সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানানো হয়, সরকারি তিতুমীর কলেজে ‘সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৩’ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আগামী ১২ মার্চ (রোববার) ১৭টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার বিষয়সমূহ- কেরাত, হামদ/নাত, বাংলা রচনা প্রতিযোগিতা (বিষয়: নির্বাচিত), ইংরেজি রচনা প্রতিযোগিতা (বিষয়: নির্বাচিত), বাংলা কবিতা আবৃত্তি (নির্বাচিত), বিতর্ক প্রতিযোগিতা (একক), দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, লোক সঙ্গীত (ভাওয়াইয়া, ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি), জারীগান (দলভিত্তিক), নির্ধারিত বক্তৃতা (নির্বাচিত), উপস্থিত বক্তৃতা, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, পাওয়ার পয়েন্ট/প্লাইড প্রেজেন্টেশন।

আগ্রহী শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামীকাল ১২ মার্চ (রোববার) সকাল ১০টায় কলেজের শহিদ বরকত মিলনায়তনে উপস্থিত থাকতে হবে।

 

 

শেয়ার