Top

জাবিতে শুরু হচ্ছে জেইউডিও’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা

১২ মার্চ, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
জাবিতে শুরু হচ্ছে জেইউডিও’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা
জাবি প্রতিনিধি :

”যুগান্তরের পদধ্বনি, বাজুক প্রাণে তোমার আমার’ স্লোগানকে ধারণ করে ‘নবীন বরণ ও বিতর্ক কর্মশালা ২০২৩ এবং ১৬ তম আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেইউডিও-র সভাপতি নূর আহম্মদ হোসেন ।

তিনি বলেন, “সারা বছরই বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখার খ্যাতি রয়েছে জেইউডিও-র। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ মার্চ জহির রায়হান মিলনায়তনে নবীন বিতর্ক কর্মশালা এবং ১৭-১৮ মার্চ, ছাত্র-শিক্ষক কেন্দ্রে ১৬ তম আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯ মার্চ নবীনবরণ এবং ১৬ তম আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে।”

তিনি আরো বলেন, আয়োজনটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম ভাগে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে নবীন বিতর্ক কর্মশালা। নবীন শিক্ষার্থীদের দক্ষ ও জনপ্রিয় প্রশিক্ষকদের মাধ্যমে বিতর্ক সম্পর্কে একটি সামগ্রিক ধারণা, বিতর্ক করার প্রয়োজনীয়তা, যোগাযোগ দক্ষতা এবং পাবলিক স্পিকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সেশন উপহার দেওয়াই এই কর্মশালাটির মূল উদ্দেশ্য।আয়োজনের দ্বিতীয় ভাগে ১৭ ও ১৮ ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা, ২০২৩। ১৭ ও ১৮

মার্চ ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রতিযোগিতাটির প্রাথমিক পর্ব, কোয়ার্টার, সেমিফাইনাল এবং ১৯ মার্চ চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হবে।
এই আয়োজনে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজী ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক সংযোজিত হতে যাচ্ছে। প্রত্যেক হল থেকে একটা মাত্র দল কোনো নির্দিষ্ট হলের প্রতিনিধিত্ব করতে পারবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেইউডিও-র সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি প্রতিযোগিতার আহ্বায়ক জাহিদুল ইসলাম নাবিল। উল্লেখ্য, জেইউডিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে বিতর্কের প্রশিক্ষণ, চর্চা ও আয়োজনের মধ্য দিয়ে যুক্তিবাদী সমাজগঠনে ২০০৫ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছে।

শেয়ার