Top

শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে ইবিতে এন্টি র‌্যাগিং কমিটি

১২ মার্চ, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ
শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে ইবিতে এন্টি র‌্যাগিং কমিটি
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঁচ সদস্যের একটি এন্টি র‌্যাগিং ভিজিল্যান্স কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য এই কমিটি করা হয়েছে। কমিটিকে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে আহ্বায়ক ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) আব্দুল মান্নানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও আইন বিভাগের সভাপিত অধ্যাপক ড. রেবা মণ্ডল। আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

শেয়ার