পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মোট শেয়ারের ৩০ শতাংশ অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে। সী পার্ল বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ করতে পারবে।
কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ৭৯ তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শামীম এন্টারপ্রাইজ একটি অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান। যেখানে বিনিয়োগ করে সি পার্ল ও এর শেয়ারহোল্ডারদের জন্য অত্যন্ত লাভজনক হবে।
শামীম এন্টারপ্রইজ আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত একটি আন্তর্জাতিক মানের সনামধন্য নির্মাণ সংস্থা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু অধিদপ্তর, এডিবি, আইডিএ, ওয়ার্ল্ড ব্যাংক, এস এফ ডি, ও এফ আইডি, কে এফ ডাব্লিউ, জিওবি অধীনস্থ বিভিন্ন মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করে আসছে। এছাড়া, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন, উড়ালসেতু, আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল, আন্তর্জাতিক মানের হাসপাতালসহ বিভিন্ন মেগা প্রকল্পে নির্মাণ সম্পন্ন করেছে।
এটি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প নির্মাণে অংশীদার সংস্থা হিসাবে ভূমিকা পালন করে আসছে. তাদের মধ্যে বাংলাদেশের বৃহত্তম এবং প্রথম পিপিপি প্রকল্পগুলির মধ্যে একটি, “ জয়দেবপুর-দেবুলগ্রাম-বুল্টা-মাদানপুর (ঢাকা বাই-পাস ) রোড ( এন-১০৫ ) চার লেন ২০১৮ সাল থেকে নির্মাণাধীন রয়েছে।
শামীম এন্টারপ্রাইজস ( পিভিটি ) লিমিটেড প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা মূল্যের এই মেগা প্রকল্পের ৩০ শতাংশের মালিক, যার প্রায় ৩৮ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে। সি পার্ল ২২ বছর ধরে প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং টোল সংগ্রহের জন্য দায়বদ্ধ থাকবে।
প্রকল্পটি টোল সংগ্রহের অর্থ সংগ্রহ করে ব্যাংক ঋণ রক্ষণাবেক্ষণ ও পরিশোধের পরে প্রায় ২০০ কোটি টাকার বার্ষিক মুনাফা অর্জন করবে। যেখান থেকে শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ মালিকানা প্রায় ৬০ কোটি টাকার বার্ষিক আয় করবে। এই আয়ের পরিপ্রেক্ষিতে, সি পার্ল বার্ষিক লাভ প্রায় ১৮ কোটি টাকার বৃদ্ধি পাবে।
কর্তৃপক্ষ বিশ্বাস করে যে সি পার্ল সাধারণ শেয়ারহোল্ডাররা ক্রমবর্ধমান মুনাফায় লভ্যাংশের উচ্চতর হার উপভোগ করবে এবং সি পার্লের সামগ্রিক ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক পরিবেশে এর খ্যাতি বৃদ্ধি পাবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস