আজ (১৪ ফেব্রুয়ারি) একই দিনে দুটি উপলক্ষ- বসন্ত বরণ ও ভালোবাসা দিবস। তাই এবার ভালোবাসার রঙে পড়বে হালকা আগুন-ছটাও। খোঁজ নিয়ে জানা গেলো, শোবিজের মানুষরা নিজ কাজে ব্যস্ত থাকলেও নিজেদের মতো করে দিনটিকে একটু আলাদাভাবে কাটাবেন। সেই দিনলিপি নিয়ে নিজেদের বয়ানে সাজানো হয়েছে এই আয়োজন-
আজকের দিনটি আমার ছুটি। ইচ্ছে করেই ছুটি রেখেছি। আজ থেকে বেশ কিছুদিনের ব্রেক নিলাম। এত কাজের ভিড়ে একটু তো নিজের জন্য সময় দরকার। অনেকদিন বন্ধুদের সঙ্গে দেখা হয়নি।
তাই সুযোগ যখন পেয়েছি, আজ সারাদিন বন্ধুদের সঙ্গে সময় কাটাবো। ফাগুন বা ভালোবাসা দিবসে আগুন বা লাল-নীল রং পরে ছেলে-মেয়েরা বাইরে বের হয়। আজ সেটা পরছি না। আমি নরমাল পোশাক পরব। আর সাজগোজ একদমই থাকবে না। কারণ কাজের প্রতিটি দিনই আমাকে মেকআপ নিতে হয়। অনেক ভারী হয় সেগুলো।
আর যেহেতু বন্ধুদের সঙ্গে থাকব, আলাদা কোনও চরিত্র ধারণ করতে হচ্ছে না, তাই মেকআপবিহীনই থাকব। এটা ঠিক যে, অনেক বছর পর একই দিনে ১ ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি পড়েছে; তাই দুটি দিবস একদিনে পাওয়াটা আমাদের কাছে একেবারেই নতুন। হয়তো দুটি দিবস আলাদা দিনে হলে অনেকের কাছে ভালো লাগত। আমি সেভাবে ভাবছি না।
আমার কাছে মনে হচ্ছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারছি- এটা একটা সুযোগ।
তবে টিভি পর্দাতে দিনব্যাপী আমি থাকছি। ইতোমধ্যে কিছু নাটক প্রচার হয়েছে। তবুও আজ সারাদিন ১২-১৪টি কাজ প্রচার হবে। তাই দর্শকদের সঙ্গেও কিন্তু থাকছি।