Top

ইবির হলে ডাটাবেজ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত প্রভোস্ট, কার্যালয় ভাঙচুর

১৬ মার্চ, ২০২৩ ৯:৪৩ পূর্বাহ্ণ
ইবির হলে ডাটাবেজ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত প্রভোস্ট, কার্যালয় ভাঙচুর
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে শিক্ষার্থীদের ডাটাবেজ সংগ্রহ করতে গিয়ে হল প্রভোস্টকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০ দিকে এ ঘটনা ঘটে। বুধবার (১৫ মার্চ) ভুক্তভোগী জিয়া হল প্রভোস্ট সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রদের তথ্য নিতে গেলে হলে সেখানে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। যা অনায্য, অনৈতিক ও অছাত্র সুলভ আচরণ। তবে সাধারণ ছাত্রদের সহযোগিতা পেয়েছি।

সূত্র জানায়, গত সোমবার হলের প্রভোস্ট হলের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। এসময় শিক্ষার্থীদের আবাসিকতা করার বিষয়টি ওঠে। পরের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যান হলের প্রভোস্ট, হাউজ টিউটররা ও কর্মকর্তারা। এ সময় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শোরগোল করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তথ্য সংগ্রহকালে হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান, হাউজ টিউটর প্রকাশ চন্দ্র বিশ্বাস, হলের উপ-রেজিস্ট্রার তারিক উদ্দীন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে হল থেকে নিচে নামলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে ছাত্রলীগকর্মীরা প্রভোস্ট কার্যালয় ভাঙচুর করেন বলে অভিযোগ হল কর্মকর্তাদের। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরেমজিনে প্রভোস্ট কার্যালয়ের জানালার কাচ ভাঙা পড়ে থাকতে দেখা যায়। পরে হল থেকে প্রভোস্ট চলে যান।

হল সূত্রে জানা যায়, হলের মোট সিট সংখ্যা ৩৯৬ টি। এর মধ্যে ৮০ সিটের মতো আবাসিকতা প্রাপ্ত। বাকী সবাই অনাবাসিক।

ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে হলের একাধিক ছাত্রলীগকর্মী জানায়, পূর্ব নির্দেশনা ছাড়াই হলে রেড দিয়েছে। হঠাৎ রেড দেওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। এ জন্য শিক্ষার্থীরা হল থেকে নিচে নেমে ক্ষুদ্ধ হয়ে এমনটি করেছে।

জিয়াউর রহমান হল প্রভোস্ট সহকারী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, জিয়া হল প্রভোস্ট পদত্যাগের পর দেড় মাস হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। তারপর থেকেই চেষ্টা করছি হলকে নতুন করে গুছিয়ে নিতে। এছাড়াও হলের বেশ কিছু সমস্যার ও সমাধান করেছি। হলের তথ্য ঘাটাঘাটি করে দেখতে গিয়ে দেখি গত দশ বছরে ধরে জিয়া হলের শিক্ষার্থীদের কোন ডাটাবেজ নেই। সকল শিক্ষার্থীদের ডাটা সংগ্রহের চেষ্টা চলছে। যে কয়দিন হল প্রভোস্ট হিসেবে থাকব নিয়মের মধ্য থেকে কাজ করব। কোন অন্যায় মেনে নেওয়া হবে না।

শেয়ার