Top

বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না: তিতুমীর কলেজ অধ্যক্ষ

১৮ মার্চ, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না: তিতুমীর কলেজ অধ্যক্ষ
তিতুমীর কলেজ প্রতিনিধি :

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না।

তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মে ছিলে বলে জন্মে ছিলো দেশ। মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশে। আমরা সকলেই জানি তার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না।

শুক্রবার (১৭ মার্চ) সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে কলেজ প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন কলেজের অধ্যক্ষ।

অধ্যক্ষ বলেন, তার মধ্যে আমাদের সমগ্র বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, আগামী দিনে আজকের শিশুদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য, কিভাবে আমরা শিশুদের এগিয়ে নিয়ে যাবো তার কিছু দিক নির্দেশনা আছে। বঙ্গবন্ধু সম্পর্কে আমরা অনেক কিছু জানি তবে আজ আমি তিনটি বিষয় বলতে চাই অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধুর পিতার স্মৃতি চাড়নায় একটি কথা বলেছিলেন, বাবা রাজনৈতিক করো আপত্তি করবো না, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করছো এতো সুখের কথা, তবে লেখাপড়া বন্ধ করো না লেখাপড়া না করলে মানুষের মতো মানুষ হতে পারবে না।

তিনি আরো বলেন, অগাধ দেশপ্রেম, আত্মমর্যাদা, সততা, বিশ্বাস এ চারটি শব্দকে যদি জীবনে ধারণ করতে পারি। সে অনুযায়ী জীবনকে চর্চা করতে পারি, তাহলে আমার মনে হয় জাতির পিতা যে দেশটি আমাদের উপহার দিয়েছেন সোনার বাংলা স্বপ্ন দেখেছেন সেটি আমরা অর্জন করতে পারব।

ফেরদৌস আরা বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিলো অপরিসীম তাই তাঁর জন্মদিনকে শিশুদের নামে উৎসর্গ করে জাতীয় শিশু দিবস ঘোষণা করেছি। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল যুদ্ধবিধস্ত একটি রাষ্ট্রের টাকা নাই, রাস্তা নাই, ফসল কিছু নাই বিধস্ত একটি দেশ কোষাগার শূন্য দেশকে এতো অল্প সময়ে কিভাবে সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিনত করেন এই ইতিহাস জানা দরকার।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের সপ্ন দেখাচ্ছেন, সে স্মার্ট বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তারা হচ্ছে আজকের শিশু। কাজেই আজকের শিশু দিবসে আমরা যেন শিশুদের সুন্দর নিরাপদ একটি জীবন, সুন্দর শিক্ষার পরিবেশ ,বিশ্বমানের শিক্ষা পায় তাদের সে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য সকলের সচেতন হওয়া দরকার। আমরা যেন শপথ নিতে পারি দেশকে ভালবাসিব, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব, অন্যায়ের সাথে কখনও আপোষ করবো না এবং সততা ও নিষ্ঠার সাথে জীবনযাপন করবো।

উক্ত অনুষ্ঠানে প্রফেসর মোঃ মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুমা হক, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল জুয়েল মোড়ল।

 

শেয়ার