ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্লাব হাউসের স্টেশনারির দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। সাথে থাকা ফার্মেসির দোকানেও লেগেছে সামান্য আগুন। পাশাপাশি ক্লাবের সেলুন এবং লন্ড্রির দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৯ মার্চ) রাত সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশনারি দোকানের কর্মচারী শামীম জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে প্রায় ১০টার দিকে খেতে যান। কিন্তু ফিরে এসেই দেখেন দোকানে আগুন লেগেছে। উপায়ন্তর না দেখে ক্লাবে থাকা শিক্ষকদের সহযোগিতায় ফায়ারসার্ভিসকে খবর দেন।
ক্লাবে থাকা হিসাববিজ্ঞান বিভাগের প্রত্যক্ষদর্শী শিক্ষক আমজাদ বলেন, দোকানের ভিতরে ঠিক কখন আগুনের সূত্রপাত হয়েছে এটা সঠিক করে বলতে পারছি না। তবে আগুনের শিখা যখন বাহিরে আসছিলো তখনই দেখেছি। সাথে সাথে ফায়ারসার্ভিসকে কল করেছি। তারা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আশঙ্কা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশনারি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানির মতে, প্রায় ৬-৭ লাখ টাকার শুধু স্টেশনারি মালামাল পুড়ে গেছে। তাছাড়া দোকানের আনুষাঙ্গিক মালামাল এবং ডেকোরেশনসহ প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে পাশের দোকানে থাকা ফার্মেসিতে সামান্য আগুন লাগলেও বেশ ঔষধসামগ্রী নষ্ট হয়ে গেছে। তাছাড়া ক্লাব সেলুনের ডেকোরেশন নষ্ট হয়ে গেছে।
জানা যায়, ক্লাবের স্টেশনারি দোকানটি সূর্যসেন হলের লাইব্রেরিয়ান আলী কাউসার ভাড়ায় চালাতেন।
বিপি/আজাদ