Top

বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

২০ মার্চ, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন এবং বাহিরের বিভিন্ন বিষয়ে সাধারন শিক্ষার্থী সহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নানাবিধ অভিযোগ থাকে। ফলে অভিযোগগুলো প্রতিকারের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়ে। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই সভা।

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা শীর্ষক সভাটি আজ ২০ মার্চ (বুধ বার) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে (৫০১)অনুষ্ঠিত হয়।

স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ এই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: মোবারক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো: আশিকুজ্জামান ভূইয়া, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মো: এস্কান্দার আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো: আবু সালেহ সহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: মোবারক হোসেন বলেন, শিক্ষক, শিক্ষার্থীদের থেকে অভিযোগ পাওয়া যাবে অনেক এবং সেগুলো নিস্পত্তি করতে হবে। দ্রুত সমাধান গ্রহণ করা হলে অবশ্যই অভিযোগ কমবে এবং শিক্ষার্থীরা সর্বোচ্চ সেবা পাবে।

অনুষ্ঠানের সভাপতি ড. মো: কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে আগের চেয়ে বেশি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করার চেষ্টা করা হচ্ছে। জনবল সংকট কিংবা বাজেট সংকট সকলকিছু সময়ের সাথে সাথে দূরীভূত হয়ে যাবে।

শেয়ার