সিরাজগঞ্জ সদর উপজেলার স্থায়ী বাসিন্দা মো. শামীম (১৯)। কিন্তু গত প্রায় ৩-৪ মাস ধরে রাজশাহীতে অবস্থান করে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের অস্ত্র ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলেন। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ শামীমকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব।
গত শনিবার দুপুর দেড়টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রসুনদীঘি সাধুর মোড়স্থ তাবাস্সুম ট্রেডার্সের সারের দোকানের সামনে গোদাগাড়ী- আমনুরা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শামীম সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুল বাড়িয়া বাজার এলাকার সামিদুল ইসলামের ছেলে। গত শনিবার রাতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাবের একটি অপারেশন দল গোদাগাড়ী-আমনুরা সড়কের সাধুর মোড়ে অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ আটক করে। অভিযানে নেতৃত্ব দেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়, কোম্পানি অধিনায়ক।