Top

দুই কোটি ১০ লাখ টাকার হেরোইন ফেলে ভারত পালালো চোরাকারবারি

০৭ মে, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
দুই কোটি ১০ লাখ টাকার হেরোইন ফেলে ভারত পালালো চোরাকারবারি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তের ১০০ গজ অভ্যন্তরে দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের ২ কেজি ১০০ গ্রাম হেরোইন ও ৫৭০০ পিস ইয়াবা উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দৌলতবাড়ি এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্য সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে শিবগঞ্জের কামালপুর বিওপির আওতাধীন এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ মাদক পাচার করবে। এর প্রেক্ষিতে ব্যাটালিয়নের হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অবস্থান নেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চোরাকারবারীরা মাদক নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ঘুরে যাওয়ার সময় বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে। এসময় একটি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় তারা। পরবর্তীতে বস্তা থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন এবং ৫৭০০ পিস ইয়াবা উদ্বার করে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার