নওগাঁর মহাদেবপুর খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমের আভ্যন্তরিন ধান, চাল ও গম সংগ্রহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় মহাদেবপুর খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মহাদেবপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবিব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু হাসান।
এসময় মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান, মহাদেবপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, মহাদেবপুর মিল মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক তরফদার, শিউলি অটোমেটিক রাইস মিলের সত্বাধিকারী মো. আব্দুল জব্বার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাবেয়া আকতার পলি, মহিষবাথান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাখন চন্দ্র বর্মন, মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের এরিয়া ইন্সপেক্টর আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৩০ টাকা কেজি দরে ১৬ হাজার ৭৫ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৬০ হাজার ৭৬৫ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে। এর মধ্যে মহাদেবপুর উপজেলায় ২৬ হাজার ৮৩৮ মেট্রিক টন চাল, ২ হাজার ৩৮২ মেট্রিক টন ধান এবং ১০৭ মেট্রিক টন গম ক্রয় করা হবে। বুধবার উদ্বোধনী দিনে মহাদেবপুর খাদ্য গুদামে মেসার্স ওসমান এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ১০০ মেট্রিক টন, মেসার্স কফিল এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ১০০ মেট্রিক টন এবং কফিল এন্ড রাজ্জাক এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৫০ মেট্রিক টন চাল প্রদান করেন। ধান, চাল সংগ্রহ চবে আগামী ৩১আগস্ট পর্যন্ত।