Top

পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগ

১১ মে, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার অভিযোগ
পাবনা জেলা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাতলা পাল পাড়ায় পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্প(ক্যানেল) এর জায়গা থেকে একাধিক ছোট-বড় গাছ কাটার অভিযোগ উঠেছে ঐ মহল্লার নজরুল ইসলাম এর বিরুদ্ধে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার হস্তক্ষেপে কাটা গাছগুলো উদ্ধার করা হয়। সরেজমিনে দেখা যায়,গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের অধীনে। ইউ কালেক্টরসহ বিভিন্ন প্রজাতির অনুমতি ছাড়া অবৈধভাবে সরকারি এই গাছ কাটা হয়। কাটার অনুমতির বিষয়ে জানতে চাইলে,কাঠুরিয়ারা বলেন গাছ কাটার অনুমতি আছে কি না আমাদের জানা নেই। নজরুল অর্ডার দিয়েছে আমরা কাটছি। আমরা জানি গাছ নজরুলের। এলাকাবাসী জানান, নজরুল এর জায়গার সামনে গাছ গুলো হয়েছে। নজরুল বাড়ী করবে বলে এগুলো কাটছে। আরো অনেকে আগে কেটেছে কিছু হয়নি তাই নজরুল ও দিন দুপুরে গাছগুলো কেটে সাবাড় করছে। এ বিষয় অভিযুক্ত নজরুল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি ।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার বলেন, গাছগুলো পানি উন্নয়ন বোর্ডের আমি অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। গাছ কাটা বন্ধ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার