Top

দীর্ঘ ৩৯ মাস পর ছাত্রলীগের আংশিক কমিটি

১১ মে, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ
দীর্ঘ ৩৯ মাস পর ছাত্রলীগের আংশিক কমিটি
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

দীর্ঘ ৩৯ মাস পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা এ তথ্য নিশ্চিত করে জানান, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দলের সাংগঠনিক গতি ফিরিয়ে আনার জন্যই আংশিক এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিন সরকারকে সভাপতি ও সোয়েব আক্তারকে সাধারণ সম্পাদক এবং সাব্বির আহমেদ স্বাধীনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ যথাযথ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, গত সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলার ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নাসিম সরকারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ১৪ অক্টোবর। এ সম্মেলনের মাধ্যমে এক বছরের জন্য কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ কমিটিতে গোলাম হোসেন শোভন সরকার সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০২০ সালের ২৪ই জানুয়ারি কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এতে প্রায় নেতৃত্বহীন হয়ে সাংগঠনিকভাবে দুর্বল ও বেহাল হয়ে পরে ওই সংগঠনটি। এ বিলুপ্তির দীর্ঘ ৩৯ মাস পর আংশিক এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার