Top
সর্বশেষ

“স্মার্ট বাংলাদেশের স্মার্ট ক্যাম্পাস” প্রতিযোগিতায় শীর্ষে পুরাণবাজার ডিগ্রি কলেজ

১৭ মে, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
“স্মার্ট বাংলাদেশের স্মার্ট ক্যাম্পাস” প্রতিযোগিতায় শীর্ষে পুরাণবাজার ডিগ্রি কলেজ
নিজস্ব প্রতিবেদক :

“স্মার্ট বাংলাদেশের স্মার্ট ক্যাম্পাস” প্রতিযোগিতায় নানান ধাপ পেরিয়ে এবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে চাঁদপুর জেলা শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজ। একটা সময় অসন্তোষজনক ফলাফল, অনুন্নত কলেজ কাঠামোতে অভিভাবকরা আগ্রহ হারালেও এবার কলেজটি ভাসছে ব্যাপক প্রশংসায়। এতে শিক্ষার্থীদের নানান সাফল্যের মাঝে উঁকি দিয়েছে আলোর ঝলকানি।

জানা যায়, প্রতিযোগিতার মূল বিষয় ছিল একটি স্মার্ট ক্যাম্পাস কীভাবে কাজ করে। রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কলেজের শিক্ষার্থীরা দেখিয়েছে কীভাবে একটি স্মার্ট ক্যাম্পাস হতে পারে। সরকারের ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের রূপকল্পের অংশ এটি। চট্টগ্রাম বিভাগের সব কলেজকে পেছনে পেলে সেরা হওয়ার গৌরব অর্জন করে কলেজটি।

শুধু প্রযুক্তি নয়, কলেজ ক্যাম্পাসকে নান্দনিকভাবে সাজানো হয়েছে। সবুজের সমারোহ আর সুউচ্চ ভবন যেন একে অপরের পরিপূরক হয়ে মিলেমিশে একাকার। শিক্ষার্থীদের মনোরম পরিবেশ দিতে সাজানো হয়েছে সবুজ গাছপালা আর নানান জাতের ফুলের গাছে। যার স্বীকৃতি পেয়েছে কলেজটি। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ ক্যাম্পাসের গৌরব অর্জন করেছে কলেজটি। জাতীয় পর্যায়ে নায়েম থেকেও প্রশিক্ষণার্থী শিক্ষকদের পাঠানো হয় কলেজ ক্যাম্পাস পরিদর্শনে।

প্রযুক্তি আর কলেজের পরিবেশ শুধু নয়, ফলাফলেও ক্রমে সাফল্য দেখা দিচ্ছে। ২০১৭ সালে উচ্চ মাধ্যমিকে ৭২.৬৪ শতাংশ পাশ করেছিল। ২০১৮ সালে একটু কমে সেটা হয়েছিল ৭০.৪১. এরপরই ছুটছে ক্রমে উপরের দিকে। ২০১৯ সালে ৮৪.৬৭, ২০২০-এ ১০০% এবং ২০২১ সালে সেটা হয়েছে ৯৯.১৫। এতে ফলাফল-প্রযুক্তি-পরিবেশে পুরাণবাজার ডিগ্রি কলেজে দেখা দিয়েছে বিস্ময়কর সাফল্য।

বিপি/আজাদ

শেয়ার