Top
সর্বশেষ

জাতীয় শিক্ষা সপ্তাহে তিতুমীর কলেজের বিজয়ী শিক্ষার্থীদের অনুভূতি

২৩ মে, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
জাতীয় শিক্ষা সপ্তাহে তিতুমীর কলেজের বিজয়ী শিক্ষার্থীদের অনুভূতি
তিতুমীর কলেজ প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নির্বাচনের মাধ্যমে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিজয়ী শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তব্য, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, সঙ্গীত ইত্যাদিতে অংশগ্রহণ করে এ পুরষ্কার অর্জন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ পুরষ্কার জিতেছেন বেশ কয়েকজন তিতুমীর কলেজের শিক্ষার্থী। তাদের অনুভূতি লেখায় ফুটিয়ে তুলেছেন মাহমুদা আক্তার।

মিয়া আমিরুল ইসলাম, অর্থনীতি বিভাগ

বিতর্ক মানুষকে আলোকিত হতে শেখায়। বর্তমান সৃজনশীল পদ্ধতির পড়াশোনায় যা আমাদের অনেক জটিল বিষয় অতি সহজে লিখতে ও বলতে শেখায় । জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ এর বিতর্ক ইভেন্টে পাওয়া শ্রেষ্ঠ সম্মাননা আমার অন্যতম এক প্রাপ্তি। সেই সাথে ভবিষ্যতে আরও ভালো কিছু করার আকাঙ্খা বেড়ে গেলো। গায়ের জোরের যুক্তি নয়, বরং কথার যুক্তি দিয়ে মানুষের মাঝে ভ্রাতৃত্ব-মমত্ববোধ এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া জরুরি।

ফারিহা জাহান, দর্শন বিভাগ

যেকোন পুরস্কারই আনন্দের। আর জাতীয় পুরস্কার এর তো একটা বিশাল মাত্রা রয়েছে।আমি খুবই খুশি জেলা পর্যায়ে নির্বাচিত হয়ে।একটা দায়িত্ববোধ-ও কাজ করছে যে আরও ভালো গাইতে হবে আরও রেওয়াজ করতে হবে।সকলের দোয়া প্রার্থী।

আলমগীর ইসলাম শান্ত, বাংলা

শিল্পের কখনও পুরস্কার হয় না। তবে এই স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে এই জন্য যে, এটি আমার একাডেমিক শিক্ষাজীবনের একটি বড় পুরস্কার। স্বাভাবিকভাবেই আমার ভালো লাগছে। আরও দায়িত্ব বেড়ে গেল। কবিতা আবৃত্তি নিয়ে কাজ করছি ১১ বছর। বিশ্বদরবারে বাংলা কবিতা ছড়িয়ে দেবার ব্রত নিয়েই আমার পথচলা। ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করেছিলাম। শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পী হিসেবে এই সম্মান আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই পুরস্কারটি আমি উৎসর্গ করলাম তিতুমীর কলেজের সাবেক বর্তমান এবং অনাগত সকল শিক্ষার্থী বন্ধুদের।

মামুন হোসাইন, ইংরেজি

বরাবরের মতোই ইংলিশ পাবলিক স্পিকিং আমার প্রিয় সখ গুলোর একটি। যেখানে সুযোগ পেয়েছি, সেখানেই স্পিকিং করার জন্য যুক্ত হয়েছি। শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা ছিল ভিন্ন ধরনের অভিজ্ঞতা, এতসব ভালো স্পিকারদের মধ্যে, প্রথম স্থান অধিকার করা কষ্টসাধ্য ছিলা। কলেজ পর্যায়, থানা পর্যায় এবং বিভাগীয় পর্যায়ে ইংরেজি বক্তব্যে প্রথম স্থান অধিকার করাটা ; আমার জন্য ছিল অসাধারণ প্রাপ্তি এবং অনুপ্রেরণা।

 

শেয়ার