Top

অস্থিরতা রুখে শান্তি প্রতিষ্ঠার আহ্বানে যুবলীগের মিছিল-সমাবেশ

২৭ মে, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
অস্থিরতা রুখে শান্তি প্রতিষ্ঠার আহ্বানে যুবলীগের মিছিল-সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :

দেশের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ ও দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি মানতে নারাজ তারা। তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানারকম অপকৌশলে লিপ্ত রয়েছে স্বাধীনতা বিরোধীরা। মহান স্বাধীনতা যুদ্ধের মতোই দলমত নির্বিশেষে এসবের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত শান্তি মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাকিউল ইসলাম সাকিলের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম।

সমাবেশে জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তার দেখানো পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তি বারবার শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। আমরা শান্তিপ্রিয় মানুষ। যারা এমন কাজ করে তারা দেশ ও জাতির শত্রু।

তিনি আরও বলেন, প্রশাসনকে অনুরোধ করব আপনারা চাঁপাইনবাবগঞ্জে নিরপেক্ষভাবে সকল অন্যায়-অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তাতে তারা যথাযথ শাস্তির আওতায় আসবে। আওয়ামী লীগের বদনাম ছড়াতে জেলাজুড়ে নানারকম ষড়যন্ত্র করা শুরু হয়েছে। জনগণ তাদেরকে ছাড়বে না। জেলায় আ.লীগের নাম ব্যবহার করে অস্থিরতা তৈরি করছেন অনেকেই। আমরা এসবের করব রচনা করে দিব। প্রশাসন কারো পক্ষ নিয়েন না। তা না হলে শান্তি বিঘ্ন হবে।

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক বলেন, শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশ এখন বিশ্বের দরবারে অস্তিত্ব জানান দিচ্ছে। ঠিক তখনি পাকিস্তানের প্রেতাত্মারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান, শেখ হাসিনার নেতৃত্বে দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। এমন কোন শক্তি নেই যারা শেখ হাসিনার উন্নয়নকে বাধা তৈরি করতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল বলেন, ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে আমাদের দেশ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল সুবিধার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ স্বাধীনতাবিরোধী শক্তি তাকে হত্যা করতে ২২ বার হামলা করেছে। কিন্তু বারবার আল্লাহ তাকে রক্ষা করেছেন।

সমাবেশে বক্তারা বিএনপির কর্মসূচিকে নৈরাজ্যের উদ্যেশ্য উল্লেখ করে বিশৃঙ্খলা অশান্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শেয়ার