আমেরিকার তৈরি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, সাথে ৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে সীমান্ত পেরিয়ে রাজশাহী নিয়ে যাচ্ছিলো অস্ত্র ও গুলি। কোমরে লুঙ্গির মধ্যে লুকিয়ে সিএনজিতে যাত্রী সেজে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে ওই যাচ্ছিল পাচারকারী। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী টোল প্লাজায় রাজশাহীর ওই পাচারকারীকে আটক করা হয়। আটককৃত অস্ত্র পাচারকারী রাজশাহীর বোয়ালিয়া থানার হেতাংকা ছোট মসজিদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো. কমল (৩৮)। শনিবার সকাল সাড়ে ৯টায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী দেশ ভারত হতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে। এমন সংবাদের প্রেক্ষিতে ব্যাটলিয়নের একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী টোল প্লাজায় অবস্থান নেয়। এসময় একটি সিএনজি তল্লাশি করে আটককৃত কমলের কোমর থেকে লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা আমেরিকার তৈরি ৭.৬৫ মি.মি. পিস্তলটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পিস্তল ছাড়াও তার কাছ থেকে ৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্বার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আটককৃত আসামী ও অস্ত্র-গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান, বিজিবি অধিনায়ক।