Top
সর্বশেষ

মারা গেছেন বলিউড অভিনেত্রী সুলোচনা লাতকর

০৫ জুন, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ণ
মারা গেছেন বলিউড অভিনেত্রী সুলোচনা লাতকর
বিনোদন ডেস্ক :

প্রয়াত ভারতীয় অভিনেত্রী সুলোচনা লাতকর। গতকাল রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। খবর জি-নিউজের।

সুলোচনা ২৫০টির বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। ৫০টির বেশি মারাঠি ছবি রয়েছে ঝুলিতে। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, দেব আনন্দের মতো অভিনেতার মায়ের চরিত্রে একাধিকবার দেখা গিয়েছে তাকে।

১৯২৮ সালে জন্ম সুলোচনার। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার। চারের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন অভিনেত্রী। তবে বলিউডের দর্শকরা তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে।

সুলোচনার মৃত্যুর খবর জানান তার মেয়ে কাঞ্চন ঘানেকর। তিনি জানিয়েছেন, অভিনেত্রীর মরদেহ অন্তিম দর্শনের জন্য প্রভাদেবী রেসিডেন্সে রাখা হয়েছিল। এরপর আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিবাজি পার্ক ক্রিমেটোরিয়ামে শেষকৃত্য হয়।

শেয়ার