Top
সর্বশেষ

বশেমুরবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

০৫ জুন, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “বিশ্ব পরিবেশ দিবস” পালিত হয়েছে। সারাদিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জনসচেতনতার অংশ হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকদের দিক নির্দেশনা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রা , সাড়ে ১১টায় বৃক্ষরোপন কর্মসূচি, ১২ টায় কুইজ প্রতিযোগিতা এবং সাড়ে ১২টায় সেমিনারের আয়োজন করা হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. শাহাজাহান, শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ফায়কুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ এর পরিবেশ বিষয়ক সম্পাদক পারভেজ রুমি সহ অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবসের যথার্থ বিশ্লেষণ করে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রাজিব হোসেন বলেন, আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সম্পর্কে সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলন হয়েছিল ১৯৭২ খ্রি ৫ জুন থেকে ১৬ জুন অবধি। তখন থেকেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিস হিসেবে পালিত হচ্ছে।

এ বিষয়ে একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো রাশেদুজ্জামান পবিত্র বলেন, উন্নয়ন এবং পরিবেশ দুটোই ওতোপ্রোতোভাবে জড়িত। পরিবেশ নিয়ে হয়তো আমাদের চিন্তাভাবনা আগে এত বেশি ছিল না, কিন্তু বর্তমানে আমরা পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করতে শিখছি। কারণ আশেপাশে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং এর প্রভাব আমার এবং আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুর মধ্যে দেখতে পাচ্ছি। এ জন্য টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে। যে উন্নয়নের ফলে পরিবেশের দূষণ কমবে এবং উন্নয়নের সাথে সাথে পরিবেশের যে অংশগুলো রয়েছে একসাথে মিলিতভাবে সেগুলোর যাতে ক্ষতি কম হয় তা খেয়াল রাখা।

তিনি আরও বলেন, পরিবেশ নিয়ে চিন্তা করার সময় সবার। যারা পরিবেশ সচেতন কিংবা যারা সুন্দর টেকসই উন্নয়ন স্মারকে তাদের সকলেই পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে। আসুন আমরা সবাই একসাথে মিলে পরিবেশকে সুন্দর করে গড়ে তুলি।

শেয়ার