গবেষণায় আগ্রহী হয়ে উঠছে পুরো বিশ্ব। তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় স্নাতক শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাব’-এর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গবেষণা বিষয়ক প্রতিযোগিতা “নভিস রিসার্চার কম্পিটিশন ২০২৩”।
বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নাম্বার সেমিনার কক্ষে গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘নভিস রিসার্চার কম্পিটিশন ২০২৩’।
উক্ত আয়োজনে সাতটি রিচার্জ ফিল্ড এর উপরে ওরাল প্রেজেন্টেশন নেয়া হয়। এখানে পরিবেশ বিজ্ঞান, গণিত, ম্যানেজমেন্ট স্টাডিজ, জীব ও প্রযুক্তি ও জিন প্রকৌশল, কৃষি ফিল্ডে দুইজনের একটি করে টিম মনোনীত হয়। যাঁরা আগামী এক বছরের মধ্যে সুপারভাইজারদের তত্ত্বাবধানে কাজ করে গবেষণা পত্র পাবলিক করবেন।
গবেষণা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৫ জন গবেষক শিক্ষক পাঁচটি গবেষণা ফিল্ডে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। তারা হলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রতিযোগিতার পরিবেশ বিজ্ঞান বিভাগের সুপারভাইজার মো: রাজীব হোসেন, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সুপারভাইজার ড. মো: সারাফত আলী, গণিত বিভাগের সুপারভাইজার ড. দীপঙ্কর কুমার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সুপারভাইজার ড. মো: শামসুল আরেফিন, কৃষি বিভাগের সুপারভাইজার ড. নাজমুল হক শাহীন।
গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাবের সভাপতি আকিব আদনান সাফিন আয়োজনের ব্যপারে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা উচ্চশিক্ষা সম্পর্কিত নির্দেশনা থেকে বঞ্চিত। ক্লাবের মাধ্যমে আমরা এসব নির্দেশনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রদান করে আসছি গত এক বছর যাবত। আমাদের ক্লাব কর্তৃক আয়োজিত “Novice Researcher Competition” এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরো আগ্রহী করে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাধর্মী কালচার তৈরি করবে, এই আশা ব্যক্ত করছি।”
ক্লাবের সাধারণ সম্পাদক রিফাত ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ব্যাপক, তবে তাদের হাতে কলমে গবেষণা শিখিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম আমাদের এই একটাই ক্লাব। এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথমবারের মতো গবেষণার শিক্ষার আয়োজন। এই আয়োজন করতে পেরে আমরা ক্লাবের সদস্যরা আনন্দিত বোধ করছি।”