ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা। দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান জাকির হাসান, চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ দারুণভাবে কাটিয়ে উঠেছেন মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় উইকেটে তারা দেখেশুনে খেলে এখন পর্যন্ত গড়েছেন ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫২ রান। জয় ১১ আর শান্ত ২৯ রানে অপরাজিত আছেন।
মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই উইকেটের দেখা পান আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদ।
মাসুদের বেরিয়ে যাওয়া বলে হালকা ব্যাট ছুঁয়ে যায় জাকির হাসানের। আফগানিস্তানের ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লেতে দেখা যায়, বল লেগেছে জাকিরের ব্যাটে (১)। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
বিপি/এএস