Top

মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ব্ল্যাকি ওনাসিস রোয়ান

১৫ জুন, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ণ
মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ব্ল্যাকি ওনাসিস রোয়ান
বিনোদন ডেস্ক :

মারা গেছেন নব্বই দশকের রক ব্যান্ড আর্জ ওভারকিলের সাবেক ড্রামার ও সংগীত তারকা জন ব্ল্যাকি ওনাসিস রোয়ান। তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কেবলমাত্র বুধবার (১৪ জুন) মৃত্যুর খবর নিশ্চিত করা হয় গণমাধ্যমে।

ব্যান্ড আর্জ ওভারকিল টুইটারে এক বিবৃতিতে জানানো হয়, ব্যান্ডের ব্ল্যাকির মৃত্যুর খবর প্রকাশে দুঃখিত আমরা। তার পরিবার ও ভক্তদের জন্য শোক প্রকাশ করছি। আমরা জানি তাকে খুব মিস করা হবে।

জনপ্রিয় এ সংগীত তারকা আর্জ ওভারকিল ব্যান্ডটিতে যোগ দিয়েছিলেন নব্বই দশকের শুরুর দিকে। এরপর সবশেষ প্রকাশিত মেজর লেবেল সেট ১৯৯৫-এর ‘এক্সিট দ্য ড্রাগন’ প্রকাশ হওয়া পর্যন্ত ব্যান্ডটির সঙ্গে ছিলেন। এই সময়ের মধ্যে ব্যান্ডটি ১৯৮৯ সালে ‘জেসাস আর্জ সুপারস্টার’ এবং ১৯৯০ সালে ‘আমেরিক্রুসার’-এর ফলোআপ করে।

ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘এক্সিট দ্য ড্রাগন’ অ্যালবাম প্রকাশের পরই মাদকদ্রব্য হেরোইন রাখার জন্য গ্রেফতার করা হয়েছিল ওনাসিসকে। পরে অবশ্য সেই অভিযোগ প্রত্যাহার করা হয়। এ তারকা ১৯৯৬ সালে আর্জ ওভারকিল ব্যান্ড ত্যাগ করেন।

শেয়ার