মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা। সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের উদ্যোগে বসেছে ‘হেল্প ডেস্ক’।
শুক্রবার (১৬ জুন ) মানবিক ইউনিট এবং শনিবার (১৭ জুন) বিজ্ঞান ইউনিটের বেলা ১১ টায় তিতুমীর কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া পরীক্ষা চলাকালে এই হেল্প ডেস্ক বসে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছে, বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ এর এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক ছিলো। আমাদের বিভিন্ন সহযোগিতায় এগিয়ে এসেছে তারা।
এ বিষয়ে তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, আমাদের জেলার ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে সক্রিয় ভাবে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলার গৌরব, ঐতিহ্য ও সুনাম বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন মানবিক সেবা প্রদান করে আসছি।
ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জামিনুর বলেন, আমাদের ছাত্রকল্যাণ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলো সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করা। আমরা বিভিন্ন সময় তাই করছি। তার পাশাপাশি ভর্তি পরীক্ষার সময়ে আমাদের জেলা থেকে আগত ছোট ভাই-বোনদের যে কোন সহযোগিতার জন্য আমরা এই হেল্প ডেস্ক বসিয়েছি।
এছাড়াও তিতুমীর কলেজের অন্যান্য জেলার ছাত্র কল্যাণ পরিষদগুলোকেও দেখা যায় নিজ জেলা থেকে আগত পরীক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহায়তা করেছেন