Top
সর্বশেষ

বশেমুরবিপ্রবিতে গবেষণা এবং উচ্চ শিক্ষা সংগঠনের নতুন কমিটির আত্মপ্রকাশ

২১ জুন, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে গত একবছর যাবৎ সাফল্যের সহিত কাজ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ‘গবেষণা এবং উচ্চ শিক্ষা সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর সভাপতি নিযুক্ত হয়েছেন রিফাত ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফাহাদুজ্জামান।

বুধবার গবেষণা ও উচ্চ শিক্ষা ক্লাবের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে উক্ত সংবাদ প্রচার করা হয়। বিবৃতিতে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ক্লাবের নবনিযুক্ত সভাপতি রিফাত ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, এবং সাধারণ সম্পাদক মো: ফাহাদুজ্জামান পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়াও ক্লাবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি রিফাত ইসলাম ক্লাবের পরিকল্পনা নিয়ে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা উচ্চশিক্ষা সম্পর্কিত নির্দেশনা থেকে বঞ্চিত। ক্লাবের মাধ্যমে আমরা এসব নির্দেশনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রদান করে আসছি গত এক বছর যাবত। আমাদের ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন গবেষণামূলক ধারাবাহিক আয়োজনগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরো আগ্রহী করে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণাধর্মী কালচার তৈরি করবে, এই আশা ব্যক্ত করছি।”

ক্লাবের সাধারণ সম্পাদক মো: ফাহাদুজ্জামান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার আগ্রহ ব্যাপক, তবে তাদের হাতে কলমে গবেষণা শিখিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম আমাদের এই একটাই ক্লাব। এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে আমরা গত এক বছর যাবৎ সাফল্যের সাথে গবেষণা ভিত্তিক কাজ করে আসছি। ক্লাবের কার্যক্রমে সকলের সাহায্য কামনা করছি।”

শেয়ার