জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘দেশী ফলে বেশী বল, ফল খেয়ে কথা বল’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল ফল উৎসব। সোমবার ‘গ্রীন ক্যাম্পাস’ কর্তৃক আয়োজিত এই ফল উৎসবকে ঘিরে উৎসব মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
উৎসবের শুরুতে ঢাক, ঢোলসহ দেশি বাদ্যযন্ত্রের ছন্দের তালে, শোভাযাত্রা করা হয়। শিক্ষার্থীরা শোভাযাত্রায় নেচে গেয়ে অংশ নেন। এরপর নজরুল ভাস্কর্যে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এরপর সেখানে গ্রীষ্মকালীন ফল পরিবেশন করে ফল উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে আম, কাঁঠাল, লটকন, আমলকি, পেয়ারা, আনারস, করমচাসহ বেশকিছু প্রজাতির দেশীয় ফল স্থান পায়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ফল দিয়ে আপ্যায়ন করে গ্রীন ক্যাম্পাসের সদস্যরা।
ফল উৎসবের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি বলেন, আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর মতো সাজাতে চাই। পরিকল্পনামতো সাজাতে চাই। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণ করা হবে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত ঘোষণা আসবে।
ক্যাম্পাসে অপরিকল্পিত, যত্রতত্র গাছ না লাগানোর পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, বৃক্ষরোপণ করলেই হবে না। সব কিছুর পেছনে পরিকল্পনা থাকা দরকার। আমরা যে ফলদ, বনজ গাছগুলো লাগাচ্ছি সে গাছগুলোকে রক্ষা করার চ্যালেঞ্জটা সকলকে নিতে হবে। আমি আশা করব ছাত্র ছাত্রীরা গাছগুলোকে পানি দেওয়া পরিচর্যা করাসহ সকল কাজে স্বেচ্ছাসেবীর ভূমিকা নেবেন। বক্তব্যে ফল উৎসবের আয়োজন করায় গ্রীন ক্যাম্পাসকে ধন্যবাদ জানান উপাচার্য।
এসময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও রেজিস্ট্রার (অ.দা.) প্রকৌশলী মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন গ্রীন ক্যাম্পাসের উপদেষ্টা সহযোগী অধ্যাপক দ্রাবির সৈকত। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ্য মাসুম হাওলাদার।
গ্রীন ক্যাম্পাসের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত বলেন, ” আমরা দেশীয় ফল খেতে আগ্রহী না, যে কারনে আমরা পুষ্টিহীনতায় ভুগি যার কারনে আমাদের হাসপাতালের দিকে বেশি ঝুঁকতে হচ্ছে।পাশাপাশি আমরা বিদেশি ফলের দিকে আগ্রহ বাড়ছে।যার ফলে আমরা অর্থনৈতিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছি। মূলত দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির জন্যই আমাদের এই আয়োজন।”