ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত দুই ঘন্ট কর্মবিরতি পালন করেছে কর্মকর্তারা। ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ‘বিশেষ সুযোগে’ সন্তানদের পোষ্য কোটায় ভর্তির দাবিতে এই কর্মসূচি করেছে তারা। একইদাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে কর্মকর্তা সমিতি। একইসঙ্গে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।
জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যুনতম ৩০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। এতে পরীক্ষায় ন্যুনতম পাশ নম্বর (৩০) প্রাপ্ত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, নৃ-গোষ্ঠী, উপ-জাতি, হরিজন দলিত জনগোষ্ঠী, খেলোয়াড় এবং পোষ্য কোটার শিক্ষার্থীদের বিভাগীয় শর্তপূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করার নির্দেশনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ভর্তির যোগ্যতা আর পোষ্যসহ অন্যান্য কোটার ক্ষেত্রে একই যোগ্যতা নির্ধারণের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইবির কর্মকর্তারা। এই ন্যুনতম শর্তের বাইরে গিয়ে বিশেষ সুযোগে সন্তানদের ভর্তির দাবি জানিয়েছেন তারা।
ইবি কর্মকর্তা সমতিরি সভাপতি এ টি এম এমদাদুল হক ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর হতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সন্তানদেরকে পোষ্য কোটায় ভর্তি বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করে আসছিল। গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা চালু হওয়ার পরেও ভর্তি পরীক্ষায় আবেদন করার ন্যূনতম যোগ্যতার শর্তে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পোষ্যদেরকে ভর্তি করা হয়। অথচ ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ভর্তির কোন সুযোগই রাখা হয়নি। আমাদের এই হারানো অধিকার ফিরিয়ে দেয়ার বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ অদ্যাবধি কোন ধরনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেনি বিধায় আমরা হতবাক হয়েছি। সেইসাথে আমরা মর্মাহত ও বিক্ষুব্ধও বটে। দাবি বাস্তবায়নে ৩০ জুলাই তিন ঘন্টা ও ৩১ জুলাই চার ঘন্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।
স্মারকলিপিতে আরও বলা হয়- ক্যাডেট কলেজ, মেডিকেল, রেলওয়ে, আর্মিদের শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের পোষ্যদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ সুযোগ প্রদান করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত হওয়া সত্ত্বেও এঝঞ-এর অসেচতনতামূলক গৃহীত অপরিপক্ক সিদ্ধান্তের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তির কোন সুযোগ প্রদান করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ভর্তির যোগ্যতা আর পোষ্যসহ অন্যান্য কোটার ক্ষেত্রে একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যার ফলে কোন কোটার ক্ষেত্রেই ন্যূনতম বিশেষ সুযোগ প্রদান করা হয়নি। আমরা মনে করি এঝঞ কর্তৃক ঘোষিত কোটা বলতে শুধুমাত্র সরকার কর্তৃক ঘোষিত কোটাকেই বোঝানো হয়েছে, যেমন মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, নৃ-গোষ্ঠী, উপ-জাতি ইত্যাদি। পোষ্য কোটায় ভর্তির বিষয়টি অতীতে নিয়মানুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে যোগ্যতা নির্ধারণ করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি।
কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘শিক্ষক-কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের সারাজীবন সার্ভিস দিচ্ছে কিন্তু তাদের সন্তানদের ভর্তির জন্য বাড়তি কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেলে সাধারণ শিক্ষার্থীরা আবেদন করতে পারে, পোষ্য কোটার ক্ষেত্রেও একই শর্ত রাখা হয়েছে। তাহলে কোটাধারীদের কী সুবিধা দেওয়া হলো। পোষ্য কোটাধারী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ন্যূনতম যোগ্যতায় ভর্তি নিলে আহামরি কোনো ক্ষতি হবে না।’
এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘তাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিং করেছি। এই বিষয়টি যেহেতু গুচ্ছের এখতিয়ারে আছে তাই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছের কমিটির কাছে বিষয়টি বিবেচনা করার জন্য লিখিত দিব। তারা চাইলে কোটার জন্য পাশ মার্ক কমাতে পারে।’ তবে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকলেই ভর্তির দাবির প্রেক্ষিতে তিনি বলেন, ‘এই দাবি হাস্যকর’।