Top

বিএনপি অফিসে পুলিশ তারা দেয়নি: ডিএমপি

১২ জানুয়ারি, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
বিএনপি অফিসে পুলিশ তারা দেয়নি: ডিএমপি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের অবস্থানের কথা জানিয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপি জানায়, পুলিশ কখনোই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালা দিয়ে রাখেনি। বিএনপির নয়াপল্টনের কার্যালয়টি তালা দেন তাদেরই নিরাপত্তাকর্মী সোহাগ।

বিবৃতিতে বলা হয়, (বৃহস্পতিবার) ১১ জানুয়ারি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এর আগে গত ১০ জানুয়ারি রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পেতে অনুরোধ করে ডিএমপি কমিশনার বরাবর একটি চিঠি পাঠান। এ ছাড়া বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ তালা দিয়ে রেখেছিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আগেও একাধিকবার বক্তব্য দিয়ে জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি। তারপরও ডিএমপি বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুসারে জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপির প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন এবং পরে বিগত ২৯ অক্টোবর সকাল বেলা বিএনপির প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করেন। এ সংক্রান্ত তথ্য প্রমাণ ডিএমপির কাছে সংরক্ষিত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রুহুল কবির রিজভীর বিএনপির অফিসে পুলিশের তালা দেওয়া সম্পর্কিত বক্তব্য এবং এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চাবি ফেরত চাওয়ার চিঠিটি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবার কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করে।

এম জি

শেয়ার