Top

কলকাতায় পি কে হালদারসহ ৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন

১৬ জানুয়ারি, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
কলকাতায় পি কে হালদারসহ ৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন

দীর্ঘ শুনানির পর অবশেষে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) কলকাতার নগর দায়রা আদালতে (ব্যাংকশাল) ৬ অভিযুক্ত- পিকে হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারের বিরুদ্ধে ভারতের অর্থ পাচার সংক্রান্ত আইনে এ চার্জ গঠন করা হয়। ফলে শুরু হলো পিকে হালদারের বিচার প্রক্রিয়া। আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাটে পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারের পর দুই দফায় ১৩ দিন পুলিশ রিমান্ডে থাকার পরে বিচার বিভাগের হেফাজতে নেয়া হয় আসামীদের। এরপর থেকে কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন অভিযুক্তরা।

এম জি

শেয়ার