Top

অস্থায়ী পরিচালকের দায়িত্ব নিয়ে পাকশী রিসোর্টের মালিকানা দাবির অভিযোগ

২৮ জানুয়ারি, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
অস্থায়ী পরিচালকের দায়িত্ব নিয়ে পাকশী রিসোর্টের মালিকানা দাবির অভিযোগ
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে পাকশী রিসোর্ট লিমিটেডের অস্থায়ী পরিচালকের দায়িত্ব নিয়ে মালিকানা দখলের অভিযোগ দেবরের বিরুদ্ধ।

পাবনার ঈশ্বরদীর উপজেলার পাকশীতে ইউনিয়নে অবস্থিত পাকশী রিসোর্ট লিঃ এর পরিচালনার অস্থায়ী ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে মালিকানা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন পাকশী রিসোর্ট লিঃ এর চেয়ারম্যান ও প্রয়াত আকরাম আলী খান (সঞ্জুর) স্ত্রী মোনাজ্জামা মুশতারী তানিয়া।

লিখিত অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ ১৯ বছর যাবৎ পাকশী রিসোর্ট দক্ষতা ও সম্মানের সাথে পরিচালিত হয়ে আসছে। মরহুম সঞ্জু খানের স্ত্রী তানিয়ার দ্বারা পরিচালিত পাকশী রিসোর্টটি আকরাম আলী খান সঞ্জুর সহদোর বড় ভাই আহসান আলী খান আরজু কে মৌখিকভাবে অস্থায়ী পরিচালনার দায়িত্ব দেয়া হয়। তবে এব্যাপারে লিখিত চুক্তিপত্র করার কথা হলেও আরজু খান রাজি হয়নি।

রিসোর্টের বর্তমান চেয়ারম্যান ও স্বত্বাধিকারী মোনাজ্জামা মুশতারী তানিয়া জানান, রিসোর্টের কর্নধার হিসেবে মরহুম আকরাম আলী খান সঞ্জু ৫০% ও তার (আমি) স্ত্রী মোনাজ্জামা মুশতারী তানিয়া ৫০% মালিকানায় পরিচালনার দায়িত্বে ছিলাম। সঞ্জু খানের মৃত্যুর পর উক্ত রিসোর্টে মরহুম আকরাম আলী খান সঞ্জুর রেখে যাওয়া ৫০% মালিকানা শেয়ারের বৈধ অংশীদার হোন তার দুই ছেলে ও স্ত্রী (আমি) মোনাজ্জামা মুশতারী তানিয়া । আগেই থেকেই আমার ৫০% মালিকানা রয়েছে। আমাদের বড় ছেলে মো. শেরহান খান (২৭) ও ছোট ছেলে মো. শাহের খান (২২) প্রবাসে থাকায় আমি নিজেই রিসোর্টটি পরিচালনা করি। আমি ঢাকায় থাকায় আকরাম আলী খান সঞ্জুর সহদোর বড় ভাই আহসান আলী খান আরজু কে মৌখিকভাবে অস্থায়ী ভাবে পরিচালনার দায়িত্ব প্রদান করি। বিগত কয়েক মাস থেকে আরজু খান আমার বা আমাদের সাথে আগের মতো যোগাযোগ করে না এবং কোন পাওনাদি পরিশোধ করে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে এড়িয়ে যান। পরিচালনা করতে গিয়ে সে নিজেই তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্য উক্ত রিসোর্টটি সম্পূর্ন ভাবে নিজের ভোগ দখলে নেওয়ার পরিকল্পনায় লিপ্ত হয়েছেন। বহিরাগত লোকজন নিয়ে রিসোর্টে প্রবেশ করে আমিসহ আমার রিসোর্টে কর্মরত কর্মচারীদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন, যেন আমরা রিসোর্ট পরিচালনা করতে না পারি। এ অবস্থায় আমি পাকশী ইউনিয়ন পরিষদ ও ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আহসান আলী খান আরজু। তিনি বলেন, মৌখিকভাবে আমাকে রিসোর্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিলো। মোনাজ্জামা মুশতারী তানিয়া বাহিরে থাকায় আমি প্রতিমাসে তাকে চুক্তিভিত্তিক টাকা পাঠিয়ে দেয়। হঠাৎ করে তিনি রিসোর্টে এসে সমস্ত কিছু পরিচালনার দায়িত্ব নিজে নিতে চান। তবে আমাকে নির্দিষ্ট সময়ের আগে বিষয়টি অবহিত করা উচিত ছিলো। আমি রিসোর্টটি জোরপূর্বক দখল বা মালিকানা দাবী করিনি।

এ বিষয়ে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু বলেন, আমার পরিষদে লিখিত অভিযোগ পেয়ে সরজমিনে রিসোর্টে গিয়েছিলাম। তবে এ বিষয়ে তাদের পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা কে দায়িত্ব দেওয়া হয়েছ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার