Top

মধ্য ইসরাইলে হামাসের রকেট নিক্ষেপ

৩০ জানুয়ারি, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
মধ্য ইসরাইলে হামাসের রকেট নিক্ষেপ

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মধ্য ইসরাইলে রকেট নিক্ষেপ করেছে।

সোমবার ( ৩০ জানুয়ারি) এ রকেট নিক্ষেপ করা হয়। এক মাসের মধ্যে এই প্রথম তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে ইসরাইলি সূত্র দাবি করেছে।

হামাসের ১১টি রকেটের মধ্যে সাতটিই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র সিস্টেম ভূপাতিত করে। বাকিগুলো খোলা এলাকায় পড়ে। তবে রকেট নিক্ষেপ নিয়ে তেল আবিব এবং রিশন লেজিয়ন, হোলন ও বাত ইয়ামসহ আশপাশের শহরে সাইরেন বেজে ওঠে।

ডিসেম্বরের প্রথম দিকের পর এই প্রথম ইসরাইলে রকেট নিক্ষেপ করল হামাস। এতে বোঝা যাচ্ছে যে প্রায় চার মাস যুদ্ধের পরও হামাসের অস্ত্রভাণ্ডার এখনো পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরাইল।

হামাস জানিয়েছে, গাজায় চলমান হত্যা বদলা নিতে তারা এই রকেট হামলা চালিয়েছে। হিব্রু মিডিয়া জানিয়েছে, খান ইউনিস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় বিশাল এলাকায় এখন অভিযান পরিচালনা করছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, ইসরাইল গাজার উত্তরাঞ্চলীয় প্রধান নগরীতে নতুন করে অভিযান শুরু করেছে। কয়েক সপ্তাহ আগে এখান থেকে বাহিনী প্রত্যাহার করেছিল ইসরাইল।

অধিবাসীরা রয়টার্সকে জানিয়েছেন, গাজা সিটির আশপাশে বিমান হামলায় অনেক লোক হতাহত হচ্ছে। আর নগরীর পূর্ব এলাকায় ট্যাংক গোলাবর্ষণ করে চলেছে, পশ্চিমে উপকূলীয় এলাকায় নৌবাহিনীর জাহাজ থেকে গুলি চালাচ্ছে।

ইসরাইল গত বছরের শেষ দিকে বলেছিল যে তারা উত্তর গাজার অভিযান মোটামুটিভাবে শেষ করেছে। রয়টার্স দাবি করেছে, আল-শিফা প্রধান হাসপাতালের কাছে প্রচণ্ড বন্দুকযুদ্ধ ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ ইসরাইলের পরিকল্পনামতো হচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ২৬,৬৩৭ জন নিহত হয়েছে। আরেআহত হয়েছে ৬৫,৩৮৭ জন।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

বিএইচ

শেয়ার