Top

রাখাইনে গোলাগুলিতে ১২ রোহিঙ্গা নিহত

৩১ জানুয়ারি, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
রাখাইনে গোলাগুলিতে ১২ রোহিঙ্গা নিহত

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে গোলাগুলিতে অন্তত ১২ রোহিঙ্গা নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।

গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাজ্যের হপোন নিও লেইক গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এমন পরিস্থিতিতে গণহত্যা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে নির্বিচার হামলা চালাচ্ছে সামরিক বাহিনী।

বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘর্ষের জেরে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫৪ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর গত বছরে সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি বেসামরিক মানুষ। সংখ্যাটা এর আগের বছরের তুলনায় প্রায় ৩০০ জন বেশি।

বিএইচ

শেয়ার