Top

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

০৭ মার্চ, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ
রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুরে কাভার্ড ভ্যানের চাপায় ইলমা নামে ৩ বছর বয়সের এক শিশু মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে মিরপুর শাহআলী ব্লক ই এর ২ নম্বর রোডে ঘটনাটি ঘটে। ঘটনার সময় শিশুটি তার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল।

মিরপুর শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে মিরপুর শাহআলী ব্লক ই এর ২ নম্বর রোড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশু ইলমা মারা যায়।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, ই ব্লকের ২ নম্বর রোডের বাসার সামনে দাঁড়িয়ে ছিল শিশু ইলমা। তখন সেখানে একটি কাভার্ড ভ্যান মালামাল ডেলিভারি দিয়ে পিছনের নেওয়ার সময় পিছনে দাঁড়িয়ে থাকা শিশু ইলমাকে ধাক্কা দিলে সে মারা যায়। কাভার্ড ভ্যান জব্দ করে চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিশুর মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএইচ

শেয়ার