Top

রমজানে নতুন সূচিতে চলবে বীমা অফিস

১১ মার্চ, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
রমজানে নতুন সূচিতে চলবে বীমা অফিস

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি রেখে পবিত্র রমজান মাসে দেশের সকল বীমা অফিসের জন্য নতুন সময়-সূচি নির্ধারণ করেছে আইডিআরএ। সে অনুযায়ী বীমা অফিসগুলোর কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য বিরতি থাকবে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।

রোববার (১০ মার্চ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (প্রশাসন) সুবীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সরকারি বেসরকারি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৫ হিজরি হতে কার্যকর হবে এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিস সময়-সূচির পূর্বাবস্থা বলবৎ হবে। পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়-সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিএইচ

শেয়ার