Top
সর্বশেষ

বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের নিয়ে বিআইএ’র বৈঠক আগামী সোমবার

১৩ মার্চ, ২০২৪ ১:০২ অপরাহ্ণ
বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের নিয়ে বিআইএ’র বৈঠক আগামী সোমবার

দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

মঙ্গলবার (১২ মার্চ) সংগঠনটির সাধারণ সম্পাদক নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের পাঠানো হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় বিআইএ’র কনফারেন্স রুমে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রস্তুত করা ৪টি বিধি, প্রবিধান ও গাইডলাইনের খসড়ার ওপর আলোচনা করা হবে। এছাড়াও সংগঠনের বিবিধ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত খসড়া বিধি-প্রবিধানগুলো হলো- বীমা দাবি ব্যবস্থাপনা পদ্ধতি গাইডলাইন, রিস্ক বেইজড সুপারভিশন গাইডলাইন, ইসলামী বীমা বিধিমালা-২০২৪ এবং বীমাকারী রাজস্ব, লাভ-ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা-২০২৪।

উল্লেখিত খসড়া বিধি-প্রবিধানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মতামতসহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিএইচ

শেয়ার