Top
সর্বশেষ

ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ ১৮৬০ কোটি টাকা

১৯ মার্চ, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ ১৮৬০ কোটি টাকা

সর্বশেষ হিসাব সমাপনীর তথ্য অনুসারে, ২০২৩ সালে সর্বমোট ১ হাজার ৮শ’ ৬০ কোটি ২ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে ন্যাশনাল লাইফ। বছর শেষে কোম্পানির লাইফ ফান্ড দাঁড়িয়েছে ৫ হাজার ২শ’ ৭৫ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ২শ’ ৫৭ কোটি ৩৯ টাকা।

আগের বছরে ন্যাশনাল লাইফ সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ করেছে ১ হাজার ৬শ’ ১৫ কোটি ৮৬ লাখ টাকা। গত বছরে লাইফ ফান্ড ছিল ৪ হাজার ৮শ’ কোটি ৬০ লাখ টাকা। বিনিয়োগ ছিল ৪ হাজার ৮শ’ ১২ কোটি ৮৩ লাখ টাকা। এই হিসেবে ২০২৩ সালে বীমা কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১৫.১১ শতাংশ, লাইফ ফান্ড বেড়েছে ৯.৯০ শতাংশ এবং বিনিয়োগ বেড়েছে ৯.২৪ শতাংশ।

সমাপনী হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সালে প্রিমিয়াম সংগ্রহের জন্য ন্যাশনাল লাইফ মোট ব্যয় করেছে ৫শ’ ১৬ কোটি ৬৫ লাখ টাকা, যা সংগৃহীত মোট প্রিমিয়ামের ২৭.৭৮ শতাংশ। আর ব্যবস্থাপনা ব্যয়ের সীমার চেয়ে ১শ’ ১ কোটি ১০ লাখ টাকা বা ১৬.৩৭ শতাংশ কম।

আগের বছর ২০২২ সালে ন্যাশনাল লাইফ ১ হাজার ৬শ’ ১৫ কোটি ৮৬ লাখ টাকা সর্বমোট প্রিমিয়াম সংগ্রহে ব্যয় করে ৪শ’ ২৭ কোটি ২২ লাখ টাকা, যা মোট প্রিমিয়াম সংগ্রহের ২৬.৪৪ শতাংশ। আর ব্যবস্থাপনার ব্যয়ের নীতিমালা অনুযায়ী সীমার চেয়ে ১শ’ ২০ কোটি ৮৯ লাখ টাকা কম, যা ২২.০৬ শতাংশ।

সর্বশেষ হিসাব সমাপনী তথ্য অনুসারে, ২০২৩ সালে ন্যাশনাল লাইফের মোট প্রিমিয়াম সংগ্রহ ১ হাজার ৮শ’ ৬০ কোটি ২ লাখ টাকা। যা আগের বছরে ছিল ১ হাজার ৬শ’ ১৫ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ গেলো বছর কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২শ’ ৪৪ কোটি ১৬ লাখ টাকা বা ১৫.১১ শতাংশ।

২০২৩ সালে ন্যাশনাল লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ৫শ’ ৫৭ কোটি ৫৯ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালে ছিল ৪শ’ ৭৭ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ গেলো বছর ন্যাশনাল লাইফের প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ৮০ কোটি ৬ লাখ টাকা বা ১৬.৭৭ শতাংশ।

এ ছাড়াও নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১শ’ ৬৪ কোটি ১০ লাখ টাকা বা ১৪.৪২ শতাংশ। ২০২৩ সালে কোম্পানিটির মোট নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ১ হাজার ৩শ’ ২ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালে ছিল ১ হাজার ১শ’ ৩৮ কোটি ৩৩ লাখ টাকা।

২০২৩ সালে ন্যাশনাল লাইফের দ্বিতীয় বর্ষ নবায়ন প্রিমিয়াম সংগ্রহের হার দাঁড়িয়েছে ৫৬.০৮ শতাংশ। কোম্পানিটি ২০২২ সালে গ্রুপ ও হেলথ বাদ দিয়ে ৪শ’ ৬৪ কোটি টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে, যা থেকে ২০২৩ সালে নবায়ন এসেছে ২শ’ ৬০ কোটি ২১ লাখ টাকা।

ব্যবস্থাপনা খাতে অনুমোদিত সীমার চেয়ে কম খরচ করেছে ন্যাশনাল লাইফ। ২০২৩ সালে কোম্পানিটির প্রিমিয়াম সংগ্রহে ব্যয়ের অনুমোদন ছিল ৬শ’ ১৭ কোটি ৭৪ লাখ টাকা। তবে কোম্পানিটি ব্যয় করেছে মোট ৫শ’ ১৬ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ অনুমোদিত সীমার চেয়ে ১শ’ ১ কোটি ৯ লাখ টাকা বা ১৬.৩৪ শতাংশ কম খরচ করেছে ন্যাশনাল লাইফ।

কোম্পানিটির প্রত্যক্ষ ব্যয় তথা কমিশন খরচ, উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতাদি ও অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের হার আরো ৩.৪১ শতাংশ কমেছে। ২০২২ সালে কোম্পানিটির প্রত্যক্ষ ব্যয়ের হার ছিল ৪৬.৯১ শতাংশ। যা ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ৪৩.৫০ শতাংশ।

সর্বশেষ হিসাব সমাপনী বছরে কোম্পানিটি লাইফ ফান্ডে ৪শ’ ৭৫ কোটি ৭ লাখ টাকা নতুন তহবিল যুক্ত করেছে। বর্তমানে কোম্পানির মোট লাইফ ফান্ডের পরিমাণ ৫ হাজার ২শ’ ৭৫ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের বছরে ছিল ৪ হাজার ৮শ কোটি ৬০ লাখ টাকা। এই হিসেবে গেলো বছর কোম্পানিটির লাইফ ফান্ড বেড়েছে ৯.৮৯ শতাংশ।

লাইফ ফান্ড বৃদ্ধির ফলে কোম্পানিটির বিনিয়োগও বেড়েছে। ২০২২ কোম্পানিটির সরকারি বেসরকারি খাতে ন্যাশনাল লাইফের মোট বিনিয়োগ ছিল ৪ হাজার ৮শ’ ১২ কোটি ৮৩ লাখ টাকা। যা বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে দাঁড়িয়েছে ৫ হাজার ২শ’ ৫৭ কোটি ৩৯ টাকা। অর্থাৎ ৪শ’ ৪৪ কোটি ৫৬ লাখ টাকা বা ৯.২৪ শতাংশ বিনিয়োগ বেড়েছে ন্যাশনাল লাইফের।

বিএইচ

শেয়ার