Top

মার্চে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৬৯ কোটি টাকা

০৩ এপ্রিল, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ
মার্চে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ৬৯ কোটি টাকা

দেশের চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাসিক ব্যবসা উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মালিবাগে কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সদ্য সমাপ্ত মার্চ মাসে সোনালী লাইফের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬৯ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৩ টাকা। এরমধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ৩২ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ৭৩৯ টাকা। আর রিনিউয়াল ৩৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ৪৭৪ টাকা।

এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনির সঞ্চালনায় ও ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ কাশেমের তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদ্য পদোন্নতি পাওয়া এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. মঞ্জুর মোর্শেদ, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জসিম, ব্রাঞ্চ ম্যানেজার ওবায়দুর রহমান মন্ডল ও ব্রাঞ্চ ম্যানেজার তারিকুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক পি কে রায়, সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও সোনালী লাইফের ডিএমডি আবদুল হান্নান। এছাড়া দেশের বিভিন্ন শাখা কার্যালয় থেকে আসা ব্রাঞ্চ ম্যানেজাররাও সভায় অংশগ্রহণ করেন।

এদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার থেকে সম্প্রতি এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে সম্প্রতি পদোন্নতি পাওয়ায় মো. মঞ্জুর মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কোম্পানির নির্বাহী কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা ও পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস, পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার এস এম মহিউদ্দিন ফারুকী, সেলস ম্যানেজার শেখ মো. বদিউজ্জামান রিপন; সেলস ম্যানেজার মো. আবদুল্লাহিল কাফী, সেলস ম্যানেজার মো. গোলাম মোস্তফা, সেলস ম্যানেজার মো. তামজিদুল আলম, সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. গোলাম কিবরিয়া, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. আশরাফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সত্যজিৎ দাশ গুপ্ত, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার অনুপম দাস, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সৈয়দ মো. আজিম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আরফিন বাদল রনি, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আবু শাহাদাত দুলাল, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এমদাদুল হক সাহিল প্রমুখ।

বিএইচ

শেয়ার