এবার পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো প্রথম প্রজন্মের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ন্যাশনাল ব্যাংক।
ইউসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে ২ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ইসি চেয়ারম্যানরা বৈঠকে মিলিত হন। ঈদুল ফিতরের পরে ব্যাংক দুইটি আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এর আগে একীভূতকরণ ইস্যুতে ইউসিবি এবং এনবিএল’র ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল। অপরদিকে ইউসিবির আর্থিক ভিত্তি সবল। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংক একীভূতকরণের নীতিমালা জারি করেছে, যেখানে স্বেচ্ছায় এবং বাধ্যতামূলক-দুইভাবে দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ হওয়ার বিস্তারিত দিক-নির্দেশনা রয়েছে।
এসকেএস