Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

সর্বনিম্ন পিই রেশিও বাংলাদেশের পুঁজিবাজারে

২১ এপ্রিল, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ
সর্বনিম্ন পিই রেশিও বাংলাদেশের পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক :

বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ভালো অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারতের বড় অর্থনীতির দেশগুলোর পুঁজিবাজারের তুলনায় বাংলাদেশের পুঁজিবাজারের পিই রেশিও কম। পুঁজিবাজার বিশ্লেষকরা বলেন, যে কোম্পানির পিই রেশিও যত কম, সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম। এ কারণে যেকোনো কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ওই কোম্পানির পিই রেশিও খতিয়ে দেখা জরুরি।

ইবিএল সিকিউরিটিজের এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ডাও জোনসের পিই রেশিও ২২ দশমিক ১ পয়েন্ট এসময় এই স্টক এক্সচেঞ্জটির সূচক দাঁড়ায় ৩৯ হাজার ৫১২ দশমিক ১৩ পয়েন্টে। যেখানে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও ১৩ দশমিক ৫ পয়েন্ট

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আরেকটি পুঁজিবাজার এসঅ্যান্ডপি ৫০০ এর পিই রেশিও ২৩ দশমিক ৮৯ পয়েন্ট এসময় এক্সচেঞ্জটির সূচক দাঁড়ায় ৫ হাজার ২২৪ দশমিক ৬২ পয়েন্টে। দেশটির আরেক পুঁজিবাজার নাসডাকের পিই রেশিও দাঁড়ায় ৪০ দশমিক ৯৭ পয়েন্টে। এ সময় এর সূচক দাঁড়ায় ১৬ হাজার ৩৬৯ দশমিক ৪১ পয়েন্টে।

তথ্যে পাওয়া যায়, আরেকটি বড় অর্থনীতির দেশ চীন। এই দেশটির প্রধান পুঁজিবাজার শাংহাই স্টক এক্সচেঞ্জের পিই রেশিও বাংলাদেশের চেয়ে বেশি। এক্সচেঞ্জটির পিই রেশিও ১৩ দশমিক ৫৭ পয়েন্ট আর সূচক দাঁড়ায় ৩ হাজার ৭৭ দশমিক ১১ পয়েন্ট। বাংলাদেশের থেকে পিই রেশিও বেশি থাকা আরেকটি বড় অর্থনীতির দেশ হচ্ছে ভারত। দেশটির প্রধান পুঁজিবাজার সেনসেক্সের পিই রেশিও ২৩ দশমিক ৭ পয়েন্ট আর সূচক দাঁড়ায় ৭২ হাজার ৬৪৩ দশমিক ৭৪ পয়েন্ট।

তাইওয়ানের প্রধান পুঁজিবাজার তাইওয়ান ওয়েটেডের পিই রেশিও ২২ দশমিক ৮৪ পয়েন্ট এসময় এক্সচেঞ্জটির সূচক দাঁড়ায় ১৯ হাজার ৭৮৪ দশমিক ৪৫ পয়েন্ট। আরেক দেশ থাইল্যান্ডের পুঁজিবাজার এসইটির পিই রেশি দাঁড়ায় ১৭ দশমিক ৪ পয়েন্ট এসময় পুঁজিবাজারটির সূচক দাঁড়ায় ১ হাজার ৩৮৭ দশমিক ৬০ পয়েন্টে। দক্ষিণ কোরিয়ার প্রধান পুঁজিবাজার কেওএসপিআইর পিই রেশিও দাঁড়ায় ১৮ দশমিক ৫০ পয়েন্টে। এসময় এক্সচেঞ্জটির সূচক দাঁড়ায় ২ হাজার ৭৫৪ দশমিক ৬৪ পয়েন্টে।

এছাড়া ইন্দোনেশিয়ার প্রধান পুঁজিবাজার আইডিএক্স কম্পোজিটের পিই রেশিও দাঁড়ায় ১৭ দশমিক ৭৬ পয়েন্ট। এসময় বাজারটির সূচক দাঁড়ায় ৭ হাজার ৩৫৯ দশমিক ৭৩ পয়েন্টে। এরপর ফিলিপাইনের পুঁজিবাজার পিএসইআই কম্পোজিটের পিই রেশিও দাঁড়ায় ১৩ দশমিক ৩৪ পয়েন্ট। আর বাজারটির সূচক দাঁড়ায় ৬ হাজার ৯৬৩ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া ভিয়েতনামের পুঁজিবাজার ভিএন ৩০ এর পিই রেশিও দাঁড়ায় ১৫ দশমিক ৮৭ পয়েন্ট। আর সূচক দাঁড়ায় ১ হাজার ২৮১ দশমিক ৫৭ পয়েন্টে।

পিই রেশিও কী

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সূচকের বাইরে বিবেচনাযোগ্য আরেক গুরুত্বপূর্ণ নির্দেশক ‘মূল্য আয় অনুপাত বা পিই রেশিও’। পুঁজিবাজারের একটি কোম্পানির শেয়ারের দাম এবং ওই কোম্পানির আয়ের অনুপাতের তুলনাটিই পিই রেশিও হিসেবে পরিচিত। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো বছরে চারবার আয়ের হিসাব প্রকাশ করে। এর মধ্যে বার্ষিক আয়ের হিসাবটিই একমাত্র নিরীক্ষিত। বাকি তিনটি আর্থিক প্রতিবেদন সাধারণত অনিরীক্ষিত থাকে। এসব আর্থিক প্রতিবেদন ও আয়ের ভিত্তিতে কোম্পানির পিই রেশিওর পরিবর্তন ঘটে। সাধারণভাবে পুঁজিবাজার বিশ্লেষকেরা বলে থাকেন, যে কোম্পানির পিই রেশিও যত কম, সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম। এ কারণে যেকোনো কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের ওই কোম্পানির পিই রেশিও খতিয়ে দেখা জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

ডিএসইর তথ্য অনুযায়ী, দুই দিন বিরতি দিয়ে বৃহস্পতিব আবারও পুঁজিবাজারে বড় পতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৭ পয়েন্টের বেশি। এর আগে গত সোমবার ডিএসইর সূচক কমেছিল ৯০ পয়েন্ট। গত দুই কর্মদিবসে কমেছে যথাক্রমে ৪ পয়েন্ট ও ১১ পয়েন্ট। এতে চলতি সপ্তাহের চার কর্মদিবসে ডিএসইর সূচক থেকে উধাও হয়ে গেছে ১৮২ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৮ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সিএসইতে ২১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের। আগের দিন সিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৭০টির, কমেছিল ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ২৭টি প্রতিষ্ঠানের।

 

এসকেএস

শেয়ার