Top
সর্বশেষ

বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়লো

০৬ মে, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়লো

বিদায়ী এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মানুষের কর্মসংস্থান হয়েছে। সেই সঙ্গে বেকারত্বের হার বেড়েছে। পাশাপাশি কর্মীদের মজুরি হ্রাস পেয়েছে। ফলে চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।

এই প্রত্যাশায় অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান কমেছে। পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে জানানো হয়, আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩২০ ডলার ৯৫ সেন্টে।

একই কর্মদিবসে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দাম ঊধ্র্বমুখী হয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২৩২৯ ডলার ৭০ সেন্টে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে টানা স্বর্ণের দাম কমেছে। সেই ধারা সম্ভবত শেষ হয়ে গেছে। কারণ, আবার নিরাপদ ধাতুটির দর বাড়তে শুরু করেছে।

সবমিলিয়ে গত সপ্তাহে বুলিয়ন বাজার চাঙা হয়েছে ১ দশমিক ৫ শতাংশ।

উল্লেখ্য, সুদের হার কমলে ডলার ব্যতীত অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে মূল্যবান ধাতুটির মূল্য বেড়ে যায়।

শেয়ার