জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে ইউপি সদস্যকে মারধর করা সেই যুবলীগ নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মে) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
আটক মামুন উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আমিন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে।
সরিষাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ঢুকে মামুন। পরে পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কাছে জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলেন। জন্ম সনদ দিতে দেরি হওয়ায় উদ্যোক্তার হাত ভেঙে ফেলার হুমকি দেয় মামুন।
এ সময় সচিবের কক্ষে বসে থাকা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন ঐ যুবলীগ নেতা। পরে এক পর্যায়ে ইউপি সদস্যকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন মামুন। এ ঘটনায় ওইদিনই ইউপি সদস্য রেজাউল করিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর অভিযান চালিয়ে রাজধানীর ঢাকা থেকে তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের মেম্বারকে মারধর করার ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
এসকে