Top
সর্বশেষ

ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশাজনক: লিপু

২৫ মে, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশাজনক: লিপু
স্পোর্টস ডেস্ক :

দেশের ক্রিকেটের সেরা ১৫জনকে বাছাই করে তিন সদস্যের নির্বাচক প্যানেল পাঠিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। কিন্তু বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই সিরিজে বাংলাদেশ দলকে দেখতে হয়েছে বাস্তবতার চরম চিত্র। তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সবদিক থেকেই কড়া সমালোচনার মুখে বাংলাদেশ দল।

দলের এমন অবস্থায় হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিজেও। তারই বাছাই করা খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে হতাশা ভর করেছে পুরোদমে। তবে সাবেক এই অধিনায়কের প্রত্যাশা, বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর রসদ পাবে।

আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, ‘এটা খুবই পেইনফুল, দুঃখজনক, হতাশার। ক্রিকেটাররা সঠিক সময়ে নিজেদের সঠিকভাবে ব্যবহার করতে না পারার ব্যর্থতাটা… বিপুল সংখ্যক দর্শক ক্রিকেট অন্তঃপ্রাণ। অনেকেই সাংঘাতিকভাবে হতাশ। পারফরম্যান্সও করেছে হতাশাজনক।’

বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াবে দল দাবি লিপুর। বিশেষ করে দুই প্রস্তুতি ম্যাচে ভালো উইকেটে খেলা নিয়ে আশাবাদী তিনি, ‘আমরা সময় পাব। প্রস্তুতি ম্যাচও খেলব। প্রত্যেক খেলোয়াড়, দল, দেশ, মানুষ আশা রাখছে দল যেন ভালো করে। এই প্রত্যাশা থাকবে। আমার বিশ্বাস, যে কয়দিন ট্রেনিংয়ের সুযোগ পাব সাথে দুটি ওয়ার্ম আপ ম্যাচ, সেখানে ভালো উইকেটে খেলার সুযোগ পাব। আমার বিশ্বাস তারা আস্থার জায়গা ফিরে পাবে।’

লিপুর ভাষ্য, ‘ফর্ম যথেষ্ট ভালো নাও হতে পারে তবে আস্থার জায়গা অর্জন করতে পারবে। যদিও প্রতিপক্ষ ভারত, অনেক শক্তিশালী দল। তারপরও যে দুই ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ আছে সেই দুই ভেন্যুতেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাব। এই ভেন্যুর চেয়ে অনেক ভালো উইকেট হবে।’

যুক্তরাষ্ট্র সিরিজে ব্যর্থ হলেও লিপুর চোখ বিশ্বকাপের দিকেই, ‘আমরা কেউ আশা করিনি দলটাকে এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে। তবে এটাই বাস্তবতা। সিরিজ শেষে ১২ দিনের মতো সময় থাকবে। ফলাফল যা-ই হোক দ্রুত এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তারা জানে, বিশ্বকাপে দল ভালো করলে এটা অতীত স্মৃতি।

এসকে

শেয়ার