বীর সাহাবী
পুঁজিবাজারে বিনিয়োগ করে সর্বস্বান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। দেশের পুঁজিবাজারের বর্তমানে যে অবস্থা চলছে এতে বেশিরভাগ বিনিয়োগকারীর পোর্টফোলিও ফাঁকা হয়ে যাচ্ছে। লোকসান গুনতে হচ্ছে বিপুল পরিমাণে। ফলে চরম হতাশায় ভুগে পুঁজিবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা।
জাহিদ হোসেন নামে একজন বিনিয়োগকারী পুঁজিবাজারে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কয়েকটি ভালো মানের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন তিনি। কিন্তু কয়েকমাস যেতে না যেতেই তার পোর্টফোলিও থেকে হাওয়া হয়ে যায় ২ লাখ টাকা। তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, ‘আমি দেখেশুনে ভালো কোম্পানির শেয়ার কিনেছিলাম। ভেবেছিলাম পুঁজিবাজার থেকে ভালো মুনাফা করতে পারব। এখন দেখছি উল্টো আমার পুঁজিই নাই হয়ে যাচ্ছে। এভাবে লোকসান দিয়ে তো পুঁজিবাজারে টিকে থাকা যাবে না।’
বেসরকারি চাকরিজীবী কামাল মুক্তাদির আক্ষেপ করে বলেন, ‘এই বাজার আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার সহায় সম্বল হারিয়ে গেছে এই পুঁজিবাজারে বিনিয়োগ করে। আমি ফান্ডামেন্টাল শেয়ার দেখে বিনিয়োগ করেছিলাম। কিন্তু কোনো কিছুই কাজে লাগেনি। এই বাজারে আমি আমার পুঁজি হারিয়ে ফেলেছি। বাজারের এই অবস্থায় আমার মতো বিনিয়োগকারীদের রক্তক্ষরণ কবে থামবে?’
করোনা মহামারির কারণে পুঁজিবাজারে যখন বড় ধরনের ধস নামে, সেই কঠিন সময়ে বিএসইসির হাল ধরে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে লেনদেন শুরুসহ বেশ কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের প্রশংসা কুড়িয়েছে বর্তমান কমিশন। তবে দীর্ঘদিন ফ্লোর প্রাইস দিয়ে শেয়ারের দাম এক জায়গায় আটকে রেখে বড় ধরনের সমালোচনার মধ্যেও পড়তে হয় বর্তমান কমিশনকে। বিভিন্ন পক্ষের সমালোচনার মধ্যে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর সাময়িক মূল্য সংশোধনের পর পুঁজিবাজার ঘুরে দাঁড়ালেও এই অবস্থা টেকসই হয়নি বেশিদিন। এর কয়েকদিন পরেই আবার আগের রূপে ফিরে যায় পুঁজিবাজার।
যা বলছেন বাজার সংশ্লিষ্টরা
পুঁজিবাজারের এ অব্যাহত দরপতনের বিষয়ে পুঁজিবজারা বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে এখন কোনো ভরসা নেই। তালিকাবহির্ভূত কোম্পানির কর কমানো হচ্ছে। আইটি খাতে যে কর অব্যাহতি সুবিধা ছিল, সেটিও শেষ হয়ে যাচ্ছে। ক্যাপিটাল গেইন ট্যাক্স বা মূলধনি মুনাফার কর আরোপের কথা শোনা যাচ্ছে। এসব খবর সত্য হলে তা অবশ্যই পুঁজিবাজারের জন্য মোটেই ইতিবাচক নয়।’
অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘কিছু শেয়ার তো জুয়াড়িরা নিয়ে নিয়েছে। সেগুলো কি ওখানে থাকবে? এখানে তো ফ্রেশ কেউ বিনিয়োগ করছে না। ব্যাংক আগে যা বিনিয়োগ করেছে এখন সেগুলো বিক্রি করছে। আইসিবি বিক্রেতা, আইসিবির কোনো টাকা নেই। এটা এখন একটা দেউলিয়া প্রতিষ্ঠান। তাহলে শেয়ার কিনবে কে?’
একটি শীর্ষ স্থানীয় ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পুঁজিবাজারে এমন খরায় আমরা বিপদে আছি। লেনদেন তলানীতে নেমেছে আর আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে কী অপেক্ষা করছে তা বলা মুশকিল। বাজারকে ভালো করতে এখনই পদক্ষেপ নেয়া দরকার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, ‘পুঁজিবাজারের ব্যাপারে আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। কারণ, আগামী বাজেট নিয়ে পত্রপত্রিকায় যেসব খবর আসছে, তার মূলকথা হলো- পুঁজিবাজার নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। বাজারের অংশীজনদের দাবি ছিল তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করের পার্থক্য বাড়ানো। কিন্তু এই পার্থক্য এবার কমিয়ে আনা হচ্ছে। গণমাধ্যমে খবর এসেছে, প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ পার্থক্য হবে মাত্র আড়াই শতাংশ।’
সূচক যাচ্ছে তলানীতে
দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস তুলে নিয়ে সাময়িক মূল্য সংশোধনের পর পুঁজিবাজার কিছুটা গতি ফিরে পায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় প্রায় প্রতিদিন বাড়তে থাকে মূল্যসূচক। এতে ১১ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান মূল্যসূচক ৬ হাজার ৪৪৭ পয়েন্টে উঠে আসে। কিন্তু চলমান ধারাবাহিক দরপতনের মধ্যে পড়ে ডিএসইর প্রধান সূচক গতকাল রোববার নেমে আসে ৫ হাজার ২৫০ পয়েন্টে। এই সূচক ফেব্রুয়ারির তুলনায় কমেছে ১ হাজার ১৯৭ পয়েন্ট। ৩ বছর আগেও সূচকের অবস্থা এমন ছিল। ২০২১ সালের ১৩ এপ্রিল ডিএসইর সূচক নেমেছিল ৫ হাজার ২৫৮ পয়েন্টে।
বাজার মূলধন কমেছে ১ লাখ ২৯ হাজার কোটি টাকা
গত ১১ ফেব্রুয়ারি ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৯৮৫ কোটি টাকা। এখন সেই বাজার মূলধন কমে ৬ লাখ ৪৭ হাজার ৩৭১ কোটি টাকায় নেমে গেছে। অর্থাৎ বাজার মূলধন হারিয়েছে ১ লাখ ২৯ হাজার কোটি টাকা। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমে গেছে।
৬ ভাগের একভাগে নেমেছে লেনদেন
চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১১ কার্যদিবসে ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়। এর মধ্যে ১১ ফেব্রুয়ারি লেনদেন হয় ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকা। তার আগের কার্যদিবস ৮ ফেব্রুয়ারি লেনদেন হয় এক হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা। আর গতকাল রোববার সেই লেনদেন তিনশ কোটি টাকার ঘরে নেমে এসেছে। সর্বশেষ ২৬ মে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২২ কোটি ৭৫ লাখ টাকার। তার আগের কার্যদিবস ২৩ মে লেনদেন হয় ৫০৮ কোটি টাকা।
আতঙ্কে রয়েছেন ব্রোকারেজ হাউস কর্মীরা
দীর্ঘদিন পর চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে লেনদেনের গতি বাড়তে থাকায় পুঁজিবাজার নিয়ে আশাবাদী ব্রোকারেজ হাউসের কর্মীরা। আসন্ন কোরবানি ঈদে ভালো বোনাস পাওয়ার প্রত্যাশা করছিলেন অনেকে। তবে বর্তমানে পুঁজিবাজারে দরপতনের সঙ্গে লেনদেনে খরা দেখা দেয়। এতে তাদের মধ্যে ফের অজানা শঙ্কা দেখা দিয়েছে। আসন্ন কোরবানি ঈদে বোনাস পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কেউ কেউ।
ব্রোকারেজ হাউসের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে জানিয়েছেন, পুঁজিবাজার ভালো থাকলে ব্রোকারেজ হাউসের মালিকের মন ভালো থাকে, কর্মীরাও ভালো থাকেন। দীর্ঘদিন বাজার মন্দা থাকায় অনেক ব্রোকারেজ হাউস লোকবল কমিয়েছে। খরচ কমিয়ে মালিকরা হাউস টিকিয়ে রাখার চেষ্টা করছেন। দীর্ঘ মন্দা কাটিয়ে সম্প্রতি বাজার ভালো হওয়ার আভাস পাওয়া যায়। এতে এবার ঈদে ভালো বোনাস পাওয়া যাবে বলে আশা করেছিলাম। কিন্তু এখন নতুন করে পুঁজিবাজারে আবার মন্দা দেখা দিয়েছে। ধারাবাহিক দরপতনের সঙ্গে লেনদেনের গতি কমে এসেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে পরিচালন খরচ তুলে আনাটাও কঠিন হয়ে পড়বে। তখন ঈদে ভালো বোনাস নাও পাওয়া যেতে পারে। এমনকি দরপতন দীর্ঘায়িত হলে মালিকরা আবার নতুন করে লোকবল কমাতে পারেন এমন আতঙ্ক কাজ করছে।
রোববারের বাজার
রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৩ দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৯৭ লাখ টাকার। আর ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএই) এদিন লেনদেন হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯টি ০১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইতে ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের।
এম জি