বাংলাদেশ ব্যাংক কম সুদহারে কৃষকদের ঋণ দেওয়ার জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাণিজ্যিক ব্যাংকগেুলোকে অর্থ দিচ্ছে। কৃষকরা যাতে তুলনামূলক কম সুদে ঋণ পায় এ জন্য সুদহারও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে অধিকাংশ ব্যাংক নির্দেশনা না মেনে কৃষকের ওপর বেশি হারে সুদ আরোপ করছে। এই বাড়তি সুদ আরোপ না করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে বিতরণকৃত কৃষি ও পল্লি ঋণ বা বিনিয়োগের বিপরীতে নির্ধারিত মেয়াদের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্কিমে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকের অনুকূলে অল্প সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করে থাকে।
সম্প্রতি দেখা যাচ্ছে, স্কিমের আওতায় পুনঃঅর্থায়নকৃত ঋণ বা বিনিয়োগ সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ স্থিতির ওপর কোনো কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নপ্রাপ্ত মেয়াদের জন্য প্রযোজ্য রেয়াতি সুদ/মুনাফা হারের অতিরিক্ত সুদ/মুনাফা হার আরোপ করছে। ’
নির্দেশনায় আরও বলা হয়, ‘এ মর্মে স্পষ্টীকরণ করা যাচ্ছে যে, এ বিভাগ কর্তৃক গঠিত পুনঃঅর্থায়ন স্কিমসমূহের আওতায় পুনঃঅর্থায়নকৃত ঋণ বা বিনিয়োগের সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ স্থিতির ওপর পুনঃঅর্থায়ন সুবিধাপ্রাপ্ত মেয়াদের জন্য গ্রাহক পর্যায়ে নির্ধারিত রেয়াতি সুদ বা মুনাফার অতিরিক্ত সুদ বা মুনাফা আরোপ করা যাবে না। ’
বিএইচ