Top

দেশের শেয়ারবাজারে ৩৭ মাসে, ভারতে ৩ সপ্তাহে সূচক সর্বনিম্ন

২৯ মে, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
দেশের শেয়ারবাজারে ৩৭ মাসে, ভারতে ৩ সপ্তাহে সূচক সর্বনিম্ন

দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ারবাজার। বুধবারও (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে বিগত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে সূচক।

প্রতিবেশী দেশ ভারতেও পুঁজিবাজারে পতন ঘটেছে। দেশটির নিফটি ও সেনসেক্স সূচক আরও নিম্নমুখী হয়েছে। গত ৩ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে নিচে নেমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসই’তে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৮৬টির। আর ৪৪টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

তাতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ২২৮ পয়েন্টে নেমে গেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট নিম্নগামী হয়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ টাকা। আগের কার্যদিবসের চেয়ে যা ১৩৪ কোটি ৫ লাখ টাকা কম। চলতি বছরের ৩ জানুয়ারির পর তা সর্বনিম্ন।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৬৭টির এবং ১৮টির মূল্য অপরিবর্তিত রয়েছে। এদিন লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন যা ছিল ১৭০ কোটি ৪ লাখ টাকা।

একই দিনে ব্লু-চিপ এনএসই নিফটি ৫০ সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। কর্মদিবস শেষে যা ২২,৮৮৮ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করছে।

পাশাপাশি এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স সূচক শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। দিন শেষে তা ৭৫,১৭০ দশমিক ৪৫ পয়েন্টে স্থির হয়েছে। বিগত ৩ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

আলোচ্য দিনে ভারতীয় আর্থিক সেবার শেয়ার মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। নিফটি ব্যাংকের কমেছে ১ দশমিক ৩ শতাংশ। এরই মধ্যে ভোলাটিলিটি সূচকও নিম্নগামী হয়েছে।

ভারতে বড় আর্থিক ও তথ্যপ্রযুক্তি কোম্পানির শেয়ার দর কমেছে। দেশটির নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কখন সুদের হার কমাবে-এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। ফলে ভারতীয় শেয়ারবাজারে পতন ঘটেছে।

শেয়ার