Top

রেমিট্যান্সে সুবাতাস, মে মাসে এলো ২.২৫ বিলিয়ন ডলার

০২ জুন, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
রেমিট্যান্সে সুবাতাস, মে মাসে এলো ২.২৫ বিলিয়ন ডলার

ঈদুল আযহাকে সামনে রেখে দেশে বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। সদ্য শেষ হওয়া মে মাসে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

রোববার (২ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের বছরের একই মাসের তুলনায় প্রবাসী আয় ৩২ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ২২৫ কোটি ডলার হয়েছে।

ব্যাংকখাতের সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত দুই ঈদের আগেই পরিবার-স্বজনদের কাছে বাড়তি অর্থ পাঠান প্রবাসীরা। সামনেই ঈদুল আযহা। কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

মে মাসের রেমিট্যান্স গত এপ্রিলের তুলনায়ও ১০ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। এপ্রিল মাসে দেশে এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

বেসরকারি কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের আনুষ্ঠানিক বিনিময় দর একদিনে ৭টাকা বাড়িয়ে ১১৭ টাকা করার পর থেকেই রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। তবে ব্যাংকগুলো এখন রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে। এর সঙ্গে ২.৫ শতাংশ সরকারি প্রণোদনা যুক্ত হয়ে ডলারপ্রতি কমপক্ষে ১২১ টাকা করে পাচ্ছেন রেমিটাররা।

এএ

শেয়ার